টেকনিক্যালি একজন কোচ এই জায়গায় ক্রিকেটারদের কিছু শেখানোর জায়গা থাকেন না। তার যেটুকু কাজ শুধু ম্যান ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের মধ্যে ভাল সম্পর্ক রাখা। ড্রেসিং রুমের পরিবেশ সুস্থ রাখা। সেটাই হচ্ছে না। সেহওয়াগ বলেছেন অতীতে রিকি পন্টিং দিল্লির হয়ে কোচ হিসেবে বেশ সাফল্য পেয়েছেন। প্লে অফে খেলেছেন।
আরও পড়ুন - Rohit Sharma: কেকেআরকে শিক্ষা দিতে তৈরি রোহিতের ব্যাট, ভবিষ্যৎবাণী গাভাসকারের
advertisement
তাই তখন যত প্রশংসা পেয়েছেন এখন ততটাই ব্যর্থতার দায় নিতে হবে। বীরু নিজে অবশ্য মনে করেন পৃথ্বী, মার্শ, পাওয়েল, মুস্তাফিজুরদের মতো ক্রিকেটার যে দলে আছে তারা যে কোনও সময় ঘুরে দাঁড়াবে। বল হাতে নোকিয়া ভরসা দিচ্ছেন। কিন্তু রিকি পন্টিংকে আরও লাগাম হাতে নিতে হবে।
পাশাপাশি ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি দিল্লির ভরসা বাড়াবে মনে করেন সেহওয়াগ। আবার এই দুরবস্থা থেকে পাঁচটা ম্যাচ হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানো অসম্ভব নয় বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার।