রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে-তে বিরাট কোহলির অর্ধশতরানের পরেই গ্যালারিতে মেয়েকে কোলে নিয়ে দেখা যায় স্ত্রী অনুষ্কা শর্মাকে ৷ সেখানে ভামিকার মুখ স্পষ্ট দেখা যায় ৷
হাফ সেঞ্চুরির পর গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করেন বিরাট কোহলি। টিভি ক্যামেরা তখন অনুষ্কা এবং ভামিকার দিকেই ফোকাস করে ৷ মেয়েকে চুমু খেয়ে বিরাটের দিকে আঙুল দেখিয়ে অনুষ্কা বলেন, “দেখো পাপা, পাপা।”
advertisement
এর আগেও কোহলি এবং অনুষ্কা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে সাংবাদিকদের অনুরোধ করেছিলেন ভামিকার ছবি প্রকাশ্যে না আনতে। কিন্তু অনেক চেষ্টা করেও তা আটকানো গেল না দেখে স্পষ্টতই বিরক্ত বিরাট ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরিতে নিজের বার্তা শেয়ার করেন সোমবার ৷ লেখেন, ‘‘আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি স্টেডিয়ামে গতকাল তোলা হয়েছে ৷ আমরা জানতাম না ক্যামেরা তখন আমাদের দিকে ছিল ৷ আগেও বলেছি, আবারও অনুরোধ করছি আমাদের মেয়ের ছবি তুলবেন না কিংবা প্রকাশ্যে আনবেন না ৷ কারণটা এর আগেও আমরা জানিয়েছি ৷ ধন্যবাদ !’’