আরও পড়ুন - IND vs WI series : একদিনের দলে আনা হল ঈশানকে, আমেদাবাদে অনুশীলন শুরু রোহিত, ঋষভদের
ইয়াশ ধুলের ভারত অস্ট্রেলিয়াকে চূর্ণ করে পৌঁছে গিয়েছে অনূ্র্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে। অ্যান্টিগায় শনিবার পঞ্চমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারত নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। দুই দলই এবারের বিশ্বকাপে অপরাজেয়। ফাইনালের আগে এবার বিরাট কোহলি উদ্বুদ্ধ করলেন গোটা ভারতীয় দলকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভার্চুয়াল আলাপচারিতার ছবি পোস্ট করেছেন অনূর্ধ্ব ১৯ দলের কয়েকজন ক্রিকেটার।
advertisement
আজ বিরাট কোহলি ভার্চুয়ালি ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। বিরাট এই মুহূর্তে রয়েছেন আমেদাবাদে। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের স্পিনার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ফাইনালের আগে সর্বকালের সেরা (GOAT) বিরাট কোহলির কাছ থেকে মূল্যবান টিপস পেলাম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আরেক নজরকাড়া ক্রিকেটার তথা অলরাউন্ডার রাজবর্ধন হঙ্গরগেকর ইনস্টাগ্রাম স্টোরিতে ভার্চুয়াল আলাপচারিতার ছবি দিয়ে লিখেছেন, বিরাট কোহলি ভাইয়ার সঙ্গে কথাবার্তা বলতে পেরে খুবই ভাল লাগছে।
জীবন ও ক্রিকেট সম্পর্কে অনেক কিছুই শিখতে পারলাম। আগামীদিনে এই পরামর্শগুলি খুবই সহায়ক হবে। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা মূল্যবান পরামর্শ দিয়েছিলেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে। এনসিএ-র প্রধান ভিভিএস লক্ষ্মণ নিজে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন দলের সঙ্গে।
এদিন বিরাট কোহলির ভোকাল টনিক আত্মবিশ্বাস ও মনের জোর অনেকটাই বাড়িয়ে দিল যশ ধুলের ভারতের। গোটা দল এখন মুখিয়ে রয়েছে খেতাব জয়ের ব্যাপারে। উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বে ভারত মালয়েশিয়ায় ডাকওয়ার্থ-লুইস মেথডে ১২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল।
বিরাট বলেছেন চাপ না নিয়ে স্বাভাবিক খেলা তুলে ধরতে। ফাইনাল ভেবে চাপ নেওয়ার প্রয়োজন নেই। জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছেন বেশি চাপ নিলে স্বাভাবিক পারফরম্যান্স বেরোয় না। তাই অনূর্ধ্ব উনিশ ক্রিকেটারদের যথাসম্ভব স্বাভাবিক থাকার উপদেশ দিয়েছেন তিনি।