তবে সিরিজ শেষ হওয়ার পরের দিনই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ব্রিটিশ এই অল-রাউন্ডার। সোমবার ইংল্যান্ডের বর্তমান টেস্ট দলের অধিনায়ক স্টোকস ঘোষণা করেন যে, তিনি মঙ্গলবারই শেষবার দেশের জার্সিতে শেষ ওয়ান ডে খেলতে নামবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই ম্যাচের পরেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এদিন দীর্ঘ একটি পোস্ট করেন ইংলিশ অলরাউন্ডার। তার কথায় মঙ্গলবারই ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে খেলব। এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। কারণ ইংল্যান্ড দলে সতীর্থদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। অসাধারণ একটা সফরের অংশ হতে পেরেছি।
২০১১ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল স্টোকসের। বা হাতি এই ব্যাটসম্যানের মোট সংগ্রহ ২৯১৯ রান,গড় ৩৯.৪৪। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং ২১ টি হাফ সেঞ্চুরি।পাশাপাশি একদিনের ক্রিকেটে মোট ৭৪টি উইকেটের মালিক তিনি। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের ত্রাতা ছিলেন তিনি।ব্যাট হাতে ৯৮ বলে ৮৪ রান করেছিলেন তিনি বিশ্বকাপ ফাইনালে।
তারকা অল-রাউন্ডার সরে যাওয়ার ইংল্যান্ডের ওয়ান ডে ক্রিকেটে একটি স্বর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। বিরাট কোহলি জানিয়েছেন শেষ কয়েক বছরে ক্রিকেট মাঠে বেন স্টোকস আলাদা একটা নাম ছিল। বিরাট মনে করছেন বেন একটু বেশি তাড়াতাড়ি একদিনের ক্রিকেটকে গুডবাই বলে দিলেন। তবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত সমর্থন করছেন।
কোহলি মনে করেন মাঠের মধ্যে লড়াকু মানসিকতা এবং হার না মানা মনোভাবের জ্বলন্ত উদাহরণ ছিলেন বেন। তার বিরুদ্ধে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন জানালেন বিরাট। আসলে নিজের বর্তমান ফর্ম প্রচন্ড খারাপ যাচ্ছে বিরাট কোহলির। তাই বিগ বেনকে একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে দেখে এমন ভাবনা তার মাথাতেও আসেনি কে বলতে পারে?