আরও পড়ুন-জয়ের হার আশি শতাংশ, ক্যাপ্টেন রোহিত শর্মা আগেই দশে দশ পেয়ে বসে আছেন!
এক দিনের ক্রিকেটে ৯৫টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ৬৫টিতে জয়, ২৭টি হার। অধিনায়ক বিরাট কোহলির জয়ের শতকরা হার ৭০.৪৩।ভারত এখনও পর্যন্ত যে দু’জনের অধিনায়কত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির থেকে জয়ের শতাংশের বিচারে অনেকটা এগিয়ে কোহলি। কিন্তু তা সত্ত্বেও কেন কোহলিকে সরে যেতে হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, হয়তো আইসিসি ট্রফি জয়ের ভাগ্য কোহলির যথেষ্ট খারাপ ৷ যার জন্যই টি২০ বিশ্বকাপের পর টি২০ এবং ওয়ান ডে সব ফর্ম্যাটের অধিনায়কের পদ থেকেই সরানো হল বিরাটকে ৷
advertisement
এক দিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ব্যাটিং গড় ৭২.৬৫। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স— ৬৩.৯৪।
অধিনায়ক হিসেবে এক দিনের ক্রিকেটে বিরাট কোহলির শতরান ২১। এমন রেকর্ড খুব কম ক্রিকেটারের রয়েছে ৷ তা সত্ত্বেও সময়টা এখন সত্যি খারাপই যাচ্ছে কোহলির ৷ টি টোয়েন্টির পাশাপাশি এখন ওয়ান ডে ক্রিকেটেও টিম ইন্ডিয়ার অধিনায়ক পদে রোহিত শর্মা ৷