TRENDING:

Virat Kohli: বিরাট কোহলির হাতে এই যন্ত্রটার কাজ কী? রিস্ট ব্যান্ডের মতো দেখতে! দাম শুনলে অবাক হবেন

Last Updated:

শুধু বিরাট কোহলি নন, অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ছোট্ট এই ডিভাইসটি। সম্প্রতি WHOOP এনেছে ২টি নতুন WHOOP 5.0 এবং WHOOP MG উইয়্যারেবলস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্রিকেট তারকা বিরাট কোহলি। তবে বাইশ গজের দুনিয়ায় তাঁর সফরের এখনও অবসান হয়নি। যাঁরা তাঁর ভক্ত, তাঁরা অবশ্যই লক্ষ্য করে থাকবেন বিরাট কোহলির হাতের কবজিতে বাঁধা রিস্ট ব্যান্ডটিকে। আসলে সব সময়ই তাঁর হাতে যেন শোভা পায় ওই ব্যান্ডটি। অনেকেরই কৌতূহল, এটি আসলে কী? ওই রিস্ট ব্যান্ডটি আসলে বিরাট কোহলির সবথেকে প্রিয় হেলথ গ্যাজেট। যার নাম WHOOP ফিটনেস ট্র্যাকার।
News18
News18
advertisement

শুধু বিরাট কোহলি নন, অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ছোট্ট এই ডিভাইসটি। সম্প্রতি WHOOP এনেছে ২টি নতুন WHOOP 5.0 এবং WHOOP MG উইয়্যারেবলস। সাধারণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রদান করতে পারে এই ডিভাইসটি। এর মধ্যে অন্যতম হল- ব্লাড প্রেশার লেভেল, ইসিজি হার্ট স্ক্রিনার এবং হরমোনাল ডেটা। জেনে নেওয়া যাক এই ফিটনেস ট্র্যাকারের বিষয়ে খুঁটিনাটি।

advertisement

আরও পড়ুন- ঘুম- বাথরুম বন্ধ, পাকিস্তানে বন্দিদশায় অকথ্য অত্যাচার! এখনও আতঙ্কে বিএসএফ জওয়ান পূর্ণম

WHOOP Fitness Tracker কী?

WHOOP হল একটি পরিধানযোগ্য ফিটনেস ট্র্যাকার। যা অ্যাথলিটদের পারফরম্যান্স উন্নত করতে সহায়ক। এই ডিভাইসটি তাঁদের শক্তি বা ক্ষমতা, আরোগ্য এবং ঘুমের উপর নজর রাখে। আর সমস্ত ক্রীড়াবিদদের পছন্দের তালিকাতেও জায়গা করে নিয়েছে এটি। কারণ এটি ব্যক্তিগত তথ্য প্রদান করে, যার ভিত্তিতে একজন ক্রীড়াবিদ নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করতে পারেন। এমনকী চোটের বিষয়েও তথ্য প্রদান করে এটি। সর্বোপরি বলা যেতে পারে যে, এটি একটি হেলথ জিভাইস, যা সামগ্রিক স্বাস্থ্যের উপর নজর রাখে।

advertisement

কীভাবে কাজ করে WHOOP?

একাধিক রকম সেন্সর ব্যবহার করে ডেটা সংগ্রহ করে WHOOP। এর মধ্যে অন্যতম হল – হার্ট রেট ভেরিয়েবিলিটি, স্লিপ প্যাটার্ন এবং ব্রিদ রেট। সেই তথ্যের উপর ভিত্তি করে এই গ্যাজেটটি প্রতিদিন ব্যবহারকারীর কাছে একটি স্ট্রেন স্কোর পাঠায়। এমনকী এটি রিকভারি স্কোরও বলে দিতে সক্ষম।

দেহ কতটা পরিমাণ শারীরিক এবং মানসিক চাপ গ্রহণ করছে, সেটাই পরিমাপ করে স্ট্রেন স্কোর। আর স্ট্রেস থেকে দেহ কতটা আরোগ্য লাভ করেছে, সেই পরিমাণটি পরিমাপ করে রিকভারি স্কোর। রোজকার স্কোর ছাড়াও WHOOP আরও নানা তথ্য প্রদান করে। যেমন – ট্রেন্ডস ওভার টাইম, স্লিপ এবং হার্ট রেট জোনস।

advertisement

যন্ত্রের দাম কত?

প্রসঙ্গত, এই সংস্থাটি সবেমাত্র ২টি নতুন মডেল লঞ্চ করেছে – WHOOP 5.0 এবং WHOOP MG উইয়্যারেবলস। এর আগে সংস্থার তরফে বাজারে আনা হয়েছিল WHOOP 4.0। এটাই পরে থাকেন বিরাট কোহলি। WHOOP 4.0-এর দাম ভারতে মোটামুটি ৩০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে এর উপর অফারও মেলে। ফলে আরও সস্তা দামে মিলতে পারে এই গ্যাজেট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: বিরাট কোহলির হাতে এই যন্ত্রটার কাজ কী? রিস্ট ব্যান্ডের মতো দেখতে! দাম শুনলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল