এই হতাশাজনক সিরিজের মধ্যেও একমাত্র স্বস্তির নাম ছিল বিরাট কোহলি। তিন ম্যাচের সিরিজে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন। তৃতীয় ওয়ানডেতে কোহলি একাই দলের হয়ে লড়াই চালান। যদিও তাঁর অসাধারণ ইনিংস শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেনি, তবুও তাঁর ফর্ম ভারতীয় দলের জন্য বড় ইতিবাচক দিক। ব্যাট হাতে কোহলি আবারও প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন।
advertisement
ইনদওরে ম্যাচ চলাকালীন বিরাট কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ড্রিংকস ব্রেকের সময় তাঁকে কালো রঙের একটি পানীয় পান করতে দেখা যায়। এটি পান করার পর তাঁর মুখের ভঙ্গি দেখে অনেকেই ধারণা করছেন, সেটি আচার-এর রস বা ‘পিকল জুস’ হতে পারে। সাধারণত খেলোয়াড়রা পেশিতে টান বা ক্র্যাম্প এড়ানোর জন্য এই ধরনের পানীয় ব্যবহার করে থাকেন। এর আগেও যশস্বী জয়সওয়ালকে এমন পানীয় পান করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুনঃ নতুন বছরে বড় বদলের পথে বিসিসিআই! কোপ রোহিত-বিরাটদের উপর! বড় আপডেট
পরিসংখ্যানের দিক থেকেও কোহলির এই ইনিংস ছিল বিশেষ। তিনি ১০৮ বলে ১২৪ রান করেন, যা তাঁর ওয়ানডে কেরিয়ারের ৫৪তম শতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটি ছিল তাঁর সপ্তম ওয়ানডে শতরান, যা যে কোনো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ। এছাড়া নিউজিল্যান্ড হল পঞ্চম দল, যাদের বিরুদ্ধে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১০টির বেশি সেঞ্চুরি করেছেন। এই নজির অন্য কোনো ক্রিকেটারের নেই।
