গত ১৬ এপ্রিল দিল্লি ও আরসিবির প্রথম পর্বের সাক্ষাতে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচে শেষে একে অপরের মুখোমুখি চলে এলেও হাত মেলাননি সৌরভ ও কোহলিষ সেই ভিডিও ভফাইরাল হয় নেট দুনিয়ায়। পরে আরও একাধিক ভিডিও সামনে আসে যেখানে বিরাট কোহলি ব্যাটিং নামার জন্য তৈরি হয়ে বসেছিলেন, সেখান থেকে দিল্লির অন্য ক্রিকেটার ও সদস্য যাওয়ার সময় কোহলির সঙ্গে কথা বলেন। কিন্তু সৌরভ কোহলির সামনে থেকে যাওয়ার সময় ঘুরেও তাকাননি। তারপরই বিতর্ক চরমে ওঠে যে তাহলে কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে সেই সময় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে বিবাদ ছিল তা এখনও মেটেনি। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কোহলি ও সৌরভ কেউই।
advertisement
কিন্তু দ্বিতীয় পর্বের সাক্ষাতে মিলল বরফ গলার ইঙ্গিত। একজন প্রাক্তন ও বর্তমানের জন্য যে সৌজন্য ও সম্মান থাকা উচিৎ সেটাই দেখা গেল ৬ এপ্রিল শনিবার দিল্লি বনাম আরসিবি ম্যাচ শেষে। দিল্লি ম্যাচ জেতার পর সারিবদ্ধভাবে দুই দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফরা এক অপরের করমর্দন করছিলেন। সেই সময় কোহলি ও সৌরভ মুখোমিখি হতেই মিলল বরফ গলার ইঙ্গিত। এবার এড়িয়ে না গিয়ে কাছে গিয়ে একে অপরের সঙ্গে হাত মেলান। শুধু তাই নয়, বিরাট কোহলি কাঁধে হাত রেখে কথা বলতেও দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও কী কথা হয়েছে তা জানা যায়নি। ভিডিও দেখে যেটুকু বোঝা গিয়েছে সৌজন্যমূলক কথা হয়েছে। ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্রের এমন দৃশ্য মন ছুয়ে গিয়েছে সকলের।
আরও পড়ুনঃ Virat Kohli: সৌরভের সামনে কোহলির ইতিহাস, আইপিএলে গড়লেন একের পর এক বিরাট রেকর্ড
আরও পড়ুনঃ Rohit Sharma: রোহিত শর্মার জীবনে অন্যতম খারাপ দিন! নারিনকে টপকে হিটম্যান গড়লেন লজ্জার রেকর্ড
প্রসঙ্গত, আরসিবি ও দিল্লি ক্যারিটালসের দ্বিতীয় পর্বের সাক্ষাতে সহজ জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ৫৫ ও মাহিপাল লোমরর ৫৪ রানের ইনিংস খেলেন। ৪৫ করেন ফাফ ডুপ্লেসি। রান তাড়া তারা করতে নেমে ফিল সল্টের ৮৭ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।