বিরাট কোহলিকে শেষবার আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা গিয়েছিল। ছেলের জন্মের কারণে ইংল্যান্ড সিরিজে অংশ নিতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এখন একটি ভিডিও ভাইরাল। ওই ভিডিওতে বিরাট কোহলিকে তাঁর One8 রেস্তোরাঁয় ধূমপান করতে দেখা গিয়েছে। বিরাট হুক্কা টানছেন বলে দাবি করা হচ্ছে সেই ভিডিওতে।
ওই ভিডিও কে বা কারা তুলেছেন তা জানা যায়নি। এমনকী আমরা ওই ভিডিও সত্যতা যাচাই করিনি। বিরাট কোহলিকে হুক্কা সেবন করতে দেখা যায়। ওই ভিডিওটি পুরোনো বলেও দাবি করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের ‘এই’ মহাতারকার! কে বলুন তো? চরম দুঃসংবাদ জয় শাহের
দীর্ঘদিন ধরেই লন্ডনে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ভারতে ফেরার বিষয়ে কোনও তথ্য নেই। ১৫ ফেব্রুয়ারি বিরাট ও অনুষ্কার ঘরে পুত্র সন্তানের জন্ম হয়। তবে তাঁরা ছেলের জন্মের খবর জানান পাঁচ দিন পর।
ছেলের জন্মের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অংশ নেননি বিরাট। তবে ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। এখন শোনা যাচ্ছে, বিরাট কোহলি হয়তো আইপিএলে খেলবেন না।
আরও পড়ুন- কেকেআরের ম্যাচ দেখবেন? এবার ইডেনে টিকিটের দাম কত? জানলে মনটা ভাল হয়ে যাবে
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির একটি ভিডিও চলতি বছরের শুরুতে ভাইরাল হয়েছিল। একটি পার্টিতে দেখা গিয়েছিল ধোনিকে। তার পরনে ছিল কালো রঙের স্যুট। ভিডিওতে ধোনি দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। তাঁর হাতে ছিল হুক্কার পাইপ। তাঁকেও সেই সময় ধূমপান করতে দেখা গিয়েছিল।