TRENDING:

Virat Kohli: এবার টেস্ট থেকে অবসর কোহলির! ব্রিসবেনে ব্যর্থতার পর দাবি নেট দুনিয়ার

Last Updated:

Virat Kohli: অ্যাডিলেডে দুই ইনিংসের পর ব্রিসবেনেও প্রথম ইনিংসে বড় রান করতে ব্যর্থ বিরাট। তারপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ দাবি তুলেছেন কোহলির অবসরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রিসবেন: পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল শতরান। নতুন করে আশায় বুক বেঁধেছিল ভারতীয় ফ্যানেরা। অনেকেই ভেবে নিয়েছিল ফর্মে ফিরলেন বিরাট কোহলি। ডনের দেশে ফের কথা বলবে কিং কোহলির ব্যাট। কিন্তু তারপর থেকে ফের ব্যর্থতা। অ্যাডিলেডে দুই ইনিংসের পর ব্রিসবেনেও প্রথম ইনিংসে বড় রান করতে ব্যর্থ বিরাট। তারপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ দাবি তুলেছেন কোহলির অবসরের।
News18
News18
advertisement

ফের নিজের পুরনো রোগের শিকার বিরাট কোহলি। অ্যাডিলেডের দুই ইনিংসের পর গাব্বাতেও প্রথম ইনিংসে অফ স্টাম্পের বাইরের বলে খোচা দিয়ে আউট হয়েছেন কোহলি। একই ভুল বারবার করে আউট হয়ে মাঠ ছাড়ার সময় হতাশও দেখায় বিরাট কোহলিকে। নিজের উপর বিরক্তিও প্রকাশ করেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে।

বিরাট কোহলিপ এমনভাবে আউটের পর তার ফ্যানেরা হতাশ। অনেকেই রাগও প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ ধোনির থেকে শিক্ষা নিয়ে বিরাট কোহলিকে অবসর গ্রহণ করার কথাও বলেছেন। পরের ইনিংসে বিরাট কোহলি যদি সেঞ্চুরি করতে না পারে তাহলে তারপরই তাঁকে অবসর গ্রহণ করা উচিত বলে জানিয়েছেন অপর এক নেটাগরিক।

advertisement

কেউ আবার যত তাড়াতাড়ি সম্ভব বিরাট কোহলির অবসর নেওয়া উচিত বলে মনে করেন। অপর একজন শুধু বিরাট কোহলি নয়, আক্রমণ করেছে রোহিত শর্মাকে ও বিরাট দুজনকেই। তারা কেউ টেস্ট প্লেয়ার নয় বলে দাবি তার। এত খারাপ টেকনিক হওয়ায় দুজনের অবসর নেওয়া উচিত আর তা না হলে বিসিসিআইয়ের তাদের বাদ দেওয়া উচিত বলেও দাবি করেছেন এক জন।

advertisement

আরও পড়ুনঃ Bangladesh: বড় ধাক্কা খেল বাংলাদেশ, মুখ পুড়ল বাংলাদেশিদের! কী ঘটল? জানুন বিস্তারিত

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৪৫ রানে। অজিদের হয়ে দ্বিতীয় দিনেই জোড়া শতরান করে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন ট্রেভিস হেড ও স্টিভ স্মিথ। তৃতীয় দিনে ৭০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারে। তৃতীয় দিনের খেলা বৃষ্টি বিঘ্নিত হয়। ভারতের স্কোর ৫১ রানে ৪ উইকেট। ব্যর্থ যশস্বী, গিল, কোহলি, পন্থ। শেষ ভরসা অপরাজিত রাহুল-রোহিত জুটি।

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: এবার টেস্ট থেকে অবসর কোহলির! ব্রিসবেনে ব্যর্থতার পর দাবি নেট দুনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল