বিরাটেরও লক্ষ্য় নিজে রান করে ও দেশকে বিশ্বকাপ জিতিয়ে এই প্রতিযোগিতা স্মরণীয় করে রাখা। টি২০ বিশ্বকাপে ভালো কিছু করার জন্য় দিন-রাত এক করে পরিশ্রম করছেন বিরাট কোহলি। ব্য়াটিংয়ের পাশাপাশি বিশেষ জোর দিচ্ছেন নিজের ফিটনেসেও। সেই প্রমাণই আরও একবার মিলল বিরাট কোহলির ইনস্টা স্টোরি থেকে।
আরও পড়ুন- ভিলেন আম্পায়ার! তবু মহিলাদের এশিয়া কাপে প্রথম জয় ছিনিয়ে নিল ভারত
advertisement
টানা তিন বছর ব্য়াটে রানের খরার পর অবশেষে এশিয়া কাপ থেকে চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন বিরাট কোহলি। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে এসেছে বহু প্রতীক্ষিত শতরানও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ঘরের মাঠে টি-২০ সিরিজে কথা বলেছে বিরাটের ব্য়াট।
এবার টি২০ বিশ্বকাপের আগে ফিটনেসের উপর বিশেষ নজর দিয়েছেন বিরাট কোহলি। নিজের ইনস্টা স্টোরিতে ফিটনেস ট্রেনিংয়ের ছবি শেয়ার করে বিরাট কোহলি লিখেছেন, 'আমার ফিটনেস রুটিনে এখন সবথেকে সাধারণ অথচ গুরুত্বপূর্ণ হল ফোম রোলিং এবং ট্রিগার পয়েন্ট রিলিজ। এটা খেলা ঘুরিয়ে দিতে পারে।' এই পদ্ধতি বিরাটকে আরও বেশি ফিট করতে তুলছে।
আরও পড়ুন- ফের একসঙ্গে কপিল দেব ও এমএস ধোনি, তবে এবার অন্য় মাঠে
প্রসঙ্গত, নিজের ফিটনেস নিয়ে সবসময়ই খুব সতেচন বিরাট কোহলি। এর আগেও একাধিকবার নিজের ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও ও ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট কোহলি।
সেখানে সকলেই দেখেছেন নিজের ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য় কতটা পরিশ্রম করেন বিরাট কোহলি। বিরাট কোহলি দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যেভাবে সাফল্য়ের সঙ্গে পারফর্ম করে এসেছেন তার পেছনে অন্য়তম কারণ ফিটনেস।
এবার টি২০ বিশ্বকাপেও কোহলি যাতে প্রচুর রান করতে পারেন সেই কামনাই করছেন বিরাট ভক্তরা।