বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স চোখে পরার মতোই দুর্দান্ত৷ অধিনায়ক হিসেবেও তাঁর পরিসংখ্যান দারুণ৷ বিরাট কোহলি অধিনায়ক হন ২০১৪ সালে৷ যে সময় বিরাট কোহলি ভারতের টেস্ট অধিনায়ক হয়েছিলেন যখন তখন শেষ চারবছর ধরে ভারত ছিল ৭ নম্বরে৷ কিন্তু সেই বছর ভারত টেস্টের এক নম্বর দেশ হিসেবে বছর শেষ করে৷ বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত ৬৮ টি ম্যাচ খেলেছে৷ তারমধ্যে ৪০ টি ম্যাচ জিতেছে এবং ১৭ টি মাত্র ম্যাচ তারা হেরেছে৷
advertisement
আরও পড়ুন - MS Dhoni-র এক্স গার্লফ্রেন্ড Raai Laxmi- খোলামেলা ছবিতে রূপের তুফান, দেখুন ভাইরাল ফটো
রোহিত শর্মা বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়েছেন (Rohit Sharma On Virat Kohli)
শনিবার সন্ধ্যাবেলায় বিরাট কোহলি ইস্তফার খবর জানান ৷ সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি জানান গত ৭ বছর ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোনও কিছুই অনুভব করছেন না৷ এটা তাঁর সরে যাওয়ার সময়৷ বিসিসিআই পদাধিকারীদের নিজে সব জানিয়েছেন বলেও জানান বিরাট কোহলি নিজের ইস্তফায়৷ তিনি এও পরিষ্কার করে দেন যে বোর্ডের কেউ তাঁকে এভাবে ইস্তফা দিতে বাধ্য করেনি৷
আরও পড়ুন - U19 WC: ফের কি ভারতীয় ক্রিকেট দল পারবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে, চিনে নিন হেভিওয়েটদের
এদিকে শনিবারের বিরাট কোহলির ঘোষণার পর রবিবার ইনস্টাগ্রামে লেখেন, “Shocked!! But congratulations on a successful stint as Indian captain. आगे के लिए बहुत बहुत शुभकामनाएँ @virat.kohli”- অর্থাৎ ‘‘স্তম্ভিত!! কিন্তু ভারতীয় অধিনায়ক হিসেবে সফল কেরিয়ারের জন্য শুভেচ্ছা ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা বিরাট কোহলি৷‘‘
আগামী ১৫ দিনের মধ্যে নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে
রিপোর্ট অনুযায়ি বিরাট কোহলি নিজের সতীর্থদের জানিয়েছেন কেপটাউনে ফাইনাল টেস্টের পর অধিনায়কের পদে ইস্তফা দেবেন৷ এদিকে বিসিসিআই ইতিমধ্যেই নির্বাচন কমিটির সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে৷য় ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগামী ১৫ দিনের মধ্যে ভারতীয় টেস্ট দলের জন্য অধিনায়ক খুঁজে নেবে৷