TRENDING:

Rohit Sharma on Virat Kohli: বিরাট কোহলির ইস্তফার সিদ্ধান্তে Shocked! বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রোহিত শর্মার

Last Updated:

সেই সফল অধিনায়কত্বের জন্য বিরাট কোহিলকে (Virat Kohli) অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma On Virat Kohli )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় দলের সীমিত ওভার ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সোশ্যাল মিডিয়ায় নিজের মত সামনে আনলেন৷ শনিবার সন্ধ্যায় বিরাট কোহলি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন তিনি আর টেস্ট ক্রিকেটেও দেশের অধিনায়কত্ব করবেন না৷ অর্থাৎ অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন তাঁরা৷ সফল ভাবে ভারতের অধিনায়কত্ব ৭ বছর ধরে করেছেন৷ সেই সফল অধিনায়কত্বের জন্য বিরাট কোহিলকে (Virat Kohli) অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma On Virat Kohli )৷ তবে বিরাটের অধিনায়কত্ব ছাড়ার প্রায় বারো ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর দাবি তিনি শকড অর্থাৎ স্তম্ভিত৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হারের একদিন পরে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন বিরাট কোহলি, জানান বিরাট কোহলি ইস্তফা দিচ্ছেন৷
Rohit sharma shocked by virat kohli's decision to step down as test captain- Photo-PTI
Rohit sharma shocked by virat kohli's decision to step down as test captain- Photo-PTI
advertisement

বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স চোখে পরার মতোই দুর্দান্ত৷ অধিনায়ক হিসেবেও তাঁর পরিসংখ্যান দারুণ৷  বিরাট কোহলি অধিনায়ক হন ২০১৪ সালে৷ যে সময় বিরাট কোহলি ভারতের টেস্ট অধিনায়ক হয়েছিলেন যখন তখন শেষ চারবছর ধরে ভারত ছিল ৭ নম্বরে৷ কিন্তু সেই বছর ভারত টেস্টের এক নম্বর দেশ হিসেবে বছর শেষ করে৷ বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত ৬৮ টি ম্যাচ খেলেছে৷ তারমধ্যে ৪০ টি ম্যাচ জিতেছে এবং ১৭ টি মাত্র ম্যাচ তারা হেরেছে৷

advertisement

আরও পড়ুন - MS Dhoni-র এক্স গার্লফ্রেন্ড Raai Laxmi- খোলামেলা ছবিতে রূপের তুফান, দেখুন ভাইরাল ফটো

রোহিত শর্মা বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়েছেন (Rohit Sharma On Virat Kohli)

শনিবার সন্ধ্যাবেলায় বিরাট কোহলি ইস্তফার খবর জানান ৷ সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি জানান গত ৭ বছর ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোনও কিছুই অনুভব করছেন না৷ এটা তাঁর সরে যাওয়ার সময়৷ বিসিসিআই পদাধিকারীদের নিজে সব জানিয়েছেন বলেও জানান বিরাট কোহলি নিজের ইস্তফায়৷ তিনি এও পরিষ্কার করে দেন যে বোর্ডের কেউ তাঁকে এভাবে ইস্তফা দিতে বাধ্য করেনি৷

advertisement

আরও পড়ুন - U19 WC: ফের কি ভারতীয় ক্রিকেট দল পারবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে, চিনে নিন হেভিওয়েটদের

এদিকে শনিবারের বিরাট কোহলির ঘোষণার পর রবিবার ইনস্টাগ্রামে লেখেন, “Shocked!! But congratulations on a successful stint as Indian captain. आगे के लिए बहुत बहुत शुभकामनाएँ @virat.kohli”- অর্থাৎ ‘‘স্তম্ভিত!! কিন্তু ভারতীয় অধিনায়ক হিসেবে সফল কেরিয়ারের জন্য শুভেচ্ছা ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা বিরাট কোহলি৷‘‘

advertisement

আগামী ১৫ দিনের মধ্যে নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রিপোর্ট অনুযায়ি বিরাট কোহলি নিজের সতীর্থদের জানিয়েছেন কেপটাউনে ফাইনাল টেস্টের পর অধিনায়কের পদে ইস্তফা দেবেন৷ এদিকে বিসিসিআই ইতিমধ্যেই নির্বাচন কমিটির সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে৷য় ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগামী ১৫ দিনের মধ্যে ভারতীয় টেস্ট দলের জন্য অধিনায়ক খুঁজে নেবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma on Virat Kohli: বিরাট কোহলির ইস্তফার সিদ্ধান্তে Shocked! বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রোহিত শর্মার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল