ইতিমধ্যেই টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট৷ একদিনের অধিনায়কত্ব থেকেও তাঁকে সরিয়ে দেয় বিসিসিআই৷ দক্ষিণ আফ্রিকা সফরের আগেই যা নিয়ে চূড়ান্ত নাটক হয়৷
তবে এ দিন টেস্ট অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি সৌজন্যের মোড়কেই মিটেছে৷ টেস্ট অধিনায়ক হিসেবে অবদানের জন্য বিরাটকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই৷
বিবৃতিতে বিরাট লেখেন, 'দলকে সঠিক দিশায় নিয়ে যেতে সাত বছর ধরে নিরন্তর পরিশ্রম করেছি৷ আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা চূড়ান্ত সততার সঙ্গে পালন করেছি, কোনও ফাঁক রাখিনি৷ সবকিছুতেই একদিন ইতি টানতে হয়৷ টেস্ট অধিনায়কত্বের জন্য এখন সেই সময়টা এসে পৌঁছেছে৷'
বিরাট আরও লিখেছেন, 'এই যাত্রাপথে অনেক চড়াই উতরোই এসেছে৷ কিন্তু কখনওই চেষ্টায় ত্রুটি থাকেনি বা বিশ্বাসে টলে যায়নি৷ আমি সবসময় নিজের ১২০ শতাংশে দেওয়ায় বিশ্বাস করেছি৷ সেটা না হলে মনে সেই কাজ করাটা ঠিক নয়৷ আমি যা করি, তা স্বচ্ছতা নিয়ে করতে চাই আর আমি নিজের দলের প্রতি অসৎ হতে পারব না৷ '
আরও পড়ুন: ব্যাটসম্যানদের টানা ব্যর্থতা চললে এই ফল স্বাভাবিক, বলছেন হতাশ বিরাট
বিদায়ী বার্তায় নিজের সতীর্থ, ভারতীয় বোর্ড কর্তাদের পাশাপাশি প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন বিরাট৷ তবে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন নিজের পূর্বসূরি এম এস ধোনিকে৷ বিরাট লিখেছেন, 'এম এস ধোনিকে বিশেষ ধন্যবাদ৷ কারণ অধিনায়ক হিসেবে আমার উপরে তিনি আস্থা রেখেছিলেন যাতে আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি৷ '
সাত বছর দায়িত্বে থাকার পর টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট৷ ৬৮টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জয় এনে দিয়েছেন বিরাট৷ নিজের বিদায়ী বার্তায় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন বিরাট৷
আরও পড়ুন: পূজারা এবং রাহানের ভবিষ্যত কী ? কেপটাউনে হারের পর যা জানালেন অধিনায়ক কোহলি
দক্ষিণ আফ্রিকার সিরিজ বিরাট কোহলির অধিনায়কত্বের বড় পরীক্ষা ছিল৷ কিন্তু প্রথম টেস্টে জয়ের পরেও পরের দুই টেস্টে হেরে গিয়ে সিরিজ হাতছাড়়া করে ভারত৷ যদিও খাতায় কলমে এই দক্ষিণ আফ্রিকা দল অনেকটাই দুর্বল৷
মনে করা হচ্ছে, একদিনের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যেভাবে দু' পক্ষের মধ্যের দোষারোপ পাল্টা দোষারোপ প্রকাশ্যে চলে এসেছিল, তাতে এ বার অনেকটা পেশাদারি কায়দাতে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে ইতি টানলেন বিরাট এবং বিসিসিআই কর্তারা৷ কারণ বিরাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই বিসিসিআই-এর তরফে বিবৃতি জারি করে বিরাটের অধিনায়কত্ব ছাড়ার খবরে সিলমোহর দেওয়া হয়৷
সূত্রের খবর, আজ দুপুরে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের সঙ্গে ফোনে কথা বলেন বিরাট কোহলি। টেস্টের অধিনায়কত্ব ছাড়তে চান বলে জানান তিনি। বিরাটের সিদ্ধান্ত বোর্ডও মেনে নেয়। বোর্ডের তরফে অধিনায়কত্ব চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও অনুরোধই করা হয়নি বলে বোর্ড সূত্রে খবর৷