Pujara and Rahane: পূজারা এবং রাহানের ভবিষ্যত কী ? কেপটাউনে হারের পর যা জানালেন অধিনায়ক কোহলি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Virat Kohli on Pujara and Rahane's future: কোহলি জানান, ‘‘আমার সঙ্গে আলোচনা না করে আপনারা নির্বাচকদের সঙ্গে কথা বলতে পারেন এবং ওদের মনে কী চলছে সেটা জানতে পারেন। দল নির্বাচন আমার কাজ নয়।”
কেপটাউন: শুক্রবার তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলায় কোনও লড়াই-ই হয়নি ৷ জয়ের জন্য প্রয়োজনীয় আরও ১১১ রান অনায়াসে তুলে টেস্ট এবং সিরিজ জিতে নিতে সফল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ৷ প্রোটিয়াদের দেশে আরও একবার সিরিজ হার ভারতের ৷ এবারও দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থাকল টিম ইন্ডিয়ার (Virat Kohli on Pujara and Rahane's future) ৷
কেপটাউনে বিরাট ব্রিগেডের একপেশে টেস্ট হারের পর প্রশ্ন উঠেছে দলের দুই ক্রিকেটার অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার ভবিষ্যত নিয়ে ৷ তাঁদের কি এখনও দলে রেখে দেওয়া হবে ? টানা ব্যর্থতার পরে এই দুই ক্রিকেটারকে নিয়ে কী ভাবা হচ্ছে ? এই প্রশ্ন শুক্রবার ম্যাচ শেষে বিরাট কোহলিকে করা হলেও তাতে তিনি উত্তর দিতে রাজি হননি ৷
advertisement
advertisement
বিরাট জানান, “আমাদের ব্যাট হাতে আরও কার্যকরী হতে হবে। দায়িত্ব এড়ানোর কোনও প্রশ্নই নেই। তবে দুই ক্রিকেটারকে বাদ দেওয়ার প্রসঙ্গে বলতে পারি, এখানে বসে ওদের ভবিষ্যতে কী হবে তা নিয়ে কথা বলতে রাজি নই। আমার সঙ্গে আলোচনা না করে আপনারা নির্বাচকদের সঙ্গে কথা বলতে পারেন এবং ওদের মনে কী চলছে সেটা জানতে পারেন। দল নির্বাচন আমার কাজ নয়।”
advertisement
চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে দু’জনেই এতদিন ভারতীয় টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেও বেশ কিছুদিন ধরেই সেভাবে রান পাচ্ছেন না তাঁরা ৷ স্বাভাবিকভাবেই দিনের পর দিন এভাবে তাঁদের দলে রেখে দেওয়া নিয়ে প্রশ্ন উঠছেই ৷ এই দুই ক্রিকেটার শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পাবেন কি না তা নিয়ে জল্পনা হচ্ছে। সুনীল গাভাসকরের মতো কেউ কেউ এই দুই ক্রিকেটারকে সরাসরি বাদ দিতে বলেছেন। শুক্রবার কেপটাউনে ভারত আরও একটা টেস্ট হারার পর এই দুই ক্রিকেটারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক ছিল ৷
advertisement
তবে কোহলির মতে, যেভাবে গত কয়েক বছর অসাধারণ পারফরম্যান্স করে এসেছেন পূজারা এবং রাহানে ৷ অনেক কঠিন পরিস্থিতিতেও দলকে বাঁচিয়েছেন তাঁরা ৷ দ্বিতীয় টেস্টেই তার প্রমাণ ৷ তবে নির্বাচকদের মনে যা আছে এবং ওরা যেটা ঠিক করবেন সেটাই করবেন। তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বলেই জানিয়েছেন বিরাট ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2022 10:21 AM IST