আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিজের ফর্মের ছাপ রেখেছেন কোহলি। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে করেন দুর্দান্ত ১৩১ রান। পরের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে খেলেন আক্রমণাত্মক ৭৭ রানের ইনিংস। বহুদিন পর ঘরোয়া ক্রিকেট খেললেও তাঁর ব্যাটিংয়ে কোনো জড়তা দেখা যায়নি, বরং আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিনি।
advertisement
ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই ভারতের হয়ে খেলছেন। তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মার মতে, এই অভিজ্ঞ ব্যাটার ২০২৭ সালের আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত। শর্মা জানান, কোহলি ভারতের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় এবং কয়েকটি খারাপ ইনিংস তাঁর মান বা সক্ষমতা কমিয়ে দিতে পারে না।
আরও পড়ুনঃ নতুন বছরেই সুখবর ভারতীয় ক্রিকেটে! কামব্যাক করতে চলেছেন তারকা ব্যাটার
সমালোচকদের উদ্দেশে কোচ শর্মা আরও বলেন, কোহলি জানেন কখন ও কীভাবে নিজের ব্যাটিংয়ে পরিবর্তন আনতে হয়। তাঁর দীর্ঘ কেরিয়ারের পরিসংখ্যানই তাঁর দক্ষতার প্রমাণ। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে কোহলিকে আবার আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে। সেই সিরিজেও তাঁর ব্যাটে বড় রানের প্রত্যাশায় থাকছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
