নতুন বছরেই সুখবর ভারতীয় ক্রিকেটে! কামব্যাক করতে চলেছেন তারকা ব্যাটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Star Batter May Make His Comeback At New Year: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ভারতীয় ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরোয়া ওয়ানডে সিরিজে দলে ফেরার দৌড়ে রয়েছেন।
শ্রেয়স আইয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ভারতীয় ব্যাটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরোয়া ওয়ানডে সিরিজে দলে ফেরার দৌড়ে রয়েছেন। সম্প্রতি তিনি চোট থেকে সেরে উঠে আবার ব্যাটিং শুরু করেছেন, যা তাঁর কামব্যাকের ক্ষেত্রে বড় ইতিবাচক ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। শ্রেয়স বর্তমানে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে রয়েছেন।
বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়স আইয়ার প্রায় এক ঘণ্টা কোনো রকম অস্বস্তি ছাড়াই ব্যাটিং করেছেন। শুধু তাই নয়, তিনি নিয়মিত জিম ট্রেনিং এবং ইনটেন্স ওয়ার্কআউটও শুরু করে দিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের সময় গুরুতর চোটের কারণে তিনি অনেকটা সময় প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন। তবে এখন তাঁর শরীরের অবস্থা যথেষ্ট উন্নত এবং বর্তমানে কোনো ব্যথা বা জটিলতার লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানা গেছে।
advertisement
উল্লেখযোগ্যভাবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ডাইভিং ক্যাচ নিতে গিয়ে শ্রেয়সের একটি পাঁজর ভেঙে যায় এবং সেই আঘাত তাঁর প্লীহাতেও প্রভাব ফেলে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে তাঁকে দীর্ঘ সময় আইসিইউতে থাকতে হয়। এই চোটের কারণেই তাঁর মাঠে ফেরা দীর্ঘায়িত হয়। তবে বর্তমানে তাঁর সুস্থতা নিয়ে চিকিৎসক ও ট্রেনাররা আশাবাদী।
advertisement
🚨🚨 India’s ODI Squad announcement vs New Zealand is delayed due to Shreyas Iyer!
– BCCI is waiting for NCA’s report on Shreyas Iyer’s fitness status.
– Shreyas has shown a great recovery, he is working very hard in NCA with trainers.
2 RS Journos said, his IPL is doubtful🤣 pic.twitter.com/UOhoXFQF85
— Rajiv (@Rajiv1841) December 25, 2025
advertisement
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: ১৯০ রান করেও দ্বিতীয় ম্যাচেই দলের বাইরে বৈভব সূর্যবংশী! কারণটা কী? জেনে নিন
শ্রেয়স আইয়ার আগামী দিনে বিজয় হাজারে ট্রফির মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পরিকল্পনা করছেন। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে চার থেকে ছয় দিন পর্যবেক্ষণের পরই তাঁর প্রত্যাবর্তনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা হতে পারে ২ বা ৩ জানুয়ারি, এবং সেই দলে ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম থাকা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 10:11 AM IST









