Vaibhav Suryavanshi: ১৯০ রান করেও দ্বিতীয় ম্যাচেই দলের বাইরে বৈভব সূর্যবংশী! কারণটা কী? জেনে নিন

Last Updated:
Vaibhav Suryavanshi:বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই নজিরবিহীন ব্যাটিং করে শিরোনামে উঠে এসেছিলেন বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দলের বাইরে বৈভব।
1/5
বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই নজিরবিহীন ব্যাটিং করে শিরোনামে উঠে এসেছিলেন বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সে ভবিষ্যতের এক বড় তারকার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।
বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই নজিরবিহীন ব্যাটিং করে শিরোনামে উঠে এসেছিলেন বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সে ভবিষ্যতের এক বড় তারকার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।
advertisement
2/5
তবে চমকপ্রদ এই শুরুর পরই বিজয় হাজারে ট্রফি থেকে বৈভবের বিদায় নিশ্চিত হয়েছে। প্লেট গ্রুপে ২৬ ডিসেম্বর মণিপুরের বিরুদ্ধে বিহারের দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে নামলেন না। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অনুপস্থিতির পেছনে কোনও চোট বা দল নির্বাচন সংক্রান্ত সমস্যা নেই, বরং একটি বিশেষ সম্মান গ্রহণের কারণেই তিনি দলের বাইরে থাকছেন।
তবে চমকপ্রদ এই শুরুর পরই বিজয় হাজারে ট্রফি থেকে বৈভবের বিদায় নিশ্চিত হয়েছে। প্লেট গ্রুপে ২৬ ডিসেম্বর মণিপুরের বিরুদ্ধে বিহারের দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে নামলেন না। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অনুপস্থিতির পেছনে কোনও চোট বা দল নির্বাচন সংক্রান্ত সমস্যা নেই, বরং একটি বিশেষ সম্মান গ্রহণের কারণেই তিনি দলের বাইরে থাকছেন।
advertisement
3/5
আসলে ২৬ ডিসেম্বর বৈভব সূর্যবংশী দিল্লিতে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার অনুষ্ঠানে অংশ নেবেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের বিভিন্ন প্রান্তের কৃতী শিশুদের সম্মানিত করবেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পুরস্কারপ্রাপ্ত শিশুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সম্মান পাওয়া বৈভবের প্রতিভা ও কৃতিত্বেরই স্বীকৃতি।
আসলে ২৬ ডিসেম্বর বৈভব সূর্যবংশী দিল্লিতে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার অনুষ্ঠানে অংশ নেবেন। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের বিভিন্ন প্রান্তের কৃতী শিশুদের সম্মানিত করবেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পুরস্কারপ্রাপ্ত শিশুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সম্মান পাওয়া বৈভবের প্রতিভা ও কৃতিত্বেরই স্বীকৃতি।
advertisement
4/5
পুরস্কার অনুষ্ঠান শেষে বৈভব যোগ দেবেন ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে। আগামী ৩০ ডিসেম্বর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অনূর্ধ্ব-১৯ দল, যার প্রথম ম্যাচ শুরু হবে ৪ জানুয়ারি থেকে এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি।
পুরস্কার অনুষ্ঠান শেষে বৈভব যোগ দেবেন ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে। আগামী ৩০ ডিসেম্বর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অনূর্ধ্ব-১৯ দল, যার প্রথম ম্যাচ শুরু হবে ৪ জানুয়ারি থেকে এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি।
advertisement
5/5
এই সিরিজের পরই বৈভব অংশ নেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়াইয়োতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। ডিসেম্বরের শেষ পর্যন্ত চলা বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলোতে তাই বিহারের হয়ে বৈভবকে দেখা যাবে না। জাতীয় দলে দায়িত্ব পালনের জন্যই এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর অনুপস্থিতি নিশ্চিত হয়েছে।
এই সিরিজের পরই বৈভব অংশ নেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ১৫ জানুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়াইয়োতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ। ডিসেম্বরের শেষ পর্যন্ত চলা বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলোতে তাই বিহারের হয়ে বৈভবকে দেখা যাবে না। জাতীয় দলে দায়িত্ব পালনের জন্যই এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর অনুপস্থিতি নিশ্চিত হয়েছে।
advertisement
advertisement
advertisement