দু'জনের বন্ধুত্ব নেহাত কমদিনের নয়। একে অপরকে যে কতটা শ্রদ্ধা করেন, তা একাধিকবার বুঝিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তাদর বন্ধুত্বের খবর একাধিকবার শিরোনামে এসেছে। জন্মদিনে একে অপরকে শুভেচ্ছা জানাতে ভোলেন না। কঠিন সময়ে দাঁড়িয়েছেন পাশে। আর এবার সুনীল ছেত্রীকে নিয়ে ফিফার তথ্যচিত্র বানানোর সিদ্ধান্তের পরও প্রিয় বন্ধুকে শুভেচছা জানাবেন না বিরাট কোহলি, তা আবার হয় নাকি।
advertisement
আরও পড়ুন- পাকিস্তানি ক্রিকেটারদের নো এন্ট্রি! আইপিএলের পথেই হাঁটল দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাতের লিগ
ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর বর্ণাময় কেরিয়ার নিয়ে ফিফা একটি বিশেষ সিরিজ তৈরি করেছেন। 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক' নামে সিরিজটি তিনটি পর্ব নিয়ে তৈরি হয়েছে।
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে বিশেষ সম্মান দিতেই এই উদ্যোগ বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার। ফিফার তরফ থেক একটি ছবিও শেয়ার করা হয়েছে। সেখানে রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সুনীল ছেত্রীকে শুভেচ্ছা জানাতেই সেই ছবি ব্যবহার করেছেন বিরাট কোহলি। বিরাট কোহলি তার ইন্সটা স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন ও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বে সক্রিয় ফুবলারদের মধ্যে আন্তর্জাতিক গোলের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন সুনীল ছেত্রী। প্রথম স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও দ্বিতীয় স্থানে লিওনেল মেসি।
আরও পড়ুন- রানে ফিরেও স্বস্তি নেই কেএল রাহুলের, সঙ্গী লজ্জার রেকর্ড
৩৮ বছরের সুনীলের আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যা ৮৪টি। রোনাল্ডো করেছেন ১১৭টি গোল এবং মেসি করেছেন ৯০টি গোল। ফিফার তরফ থেকে সুনীল ছেত্রীকে নিয়ে তথ্যচিত্রের খবর জানাতে গিয়ে ফিফা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘আপনারা সকলেই রোনাল্ডো এবং মেসির ব্যাপারে জানেন। এ বার পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার গল্প জানবেন। সুনীল ছেত্রী। ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ এখন দেখতে পাবেন ফিফা প্লাসে।’
তিনটি ভাগে থাকছে এ তথ্যচিত্র।
