আরও পড়ুন - স্বপ্নভঙ্গ রোনাল্ডোর পর্তুগালের, স্পেনের কাছে শেষ মুহূর্তে হেরে বিদায় নেশনস লিগে
ক্রিকেট মহলেও চলছে তাঁর প্রশংসা। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের কথায়, এশিয়া কাপ থেকেই আমরা পুরনো বিরাটকে দেখছি। ও এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ভাল ডেলিভারিকেও অনায়াসে সীমানার বাইরে পাঠাচ্ছে। সঠিক সময়ে ওর পাওয়ার গেম ফিরে এসেছে।
advertisement
আসন্ন টি-২০ বিশ্বকাপে বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠবে ও। মঞ্জরেকরের পাশাপাশি অজয় জাদেজাও মুগ্ধ কোহলিতে। তিনি বলেছেন, বিরাট হল বিশ্বের এক নম্বর চেজমাস্টার। একটা সময় ছিল যখন বিরাট রানের বন্যা বইয়ে দিত। তবে ম্যাচ ফিনিশারের দায়িত্ব নিত মহেন্দ্র সিং ধোনি। এখন ভিকে অনেক পরিণত।
ম্যাচের গতিপ্রকৃতি বুঝে দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। সত্যি বলতে, ওকে দেখে আমি আপ্লুত। যদিও স্ট্রাইক রেটের নিরিখে হয়তো বিশ্বের একাধিক ব্যাটসম্যানের থেকে ও পিছিয়ে রয়েছে। তবে ধারাবাহিকতায় বিরাট চোখ বন্ধ করে সবাইকে টেক্কা দেবে।
তাছাড়া বিশ্বকাপের আগে বিরাট ফর্মে ফেরায় ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ও অনেকটা চাপমুক্ত হল। ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা ও। তিন নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে ওপেনিংয়েও খেলে দেবে বিরাট। তবে বিরাট নিজে এসব প্রশংসায় কান দিতে নারাজ।
কারণ বাস্তবটা তিনি বুঝে গিয়েছেন। চারদিন আগেও যারা সমালোচনা করছিল তাকে, আজ তারাই উল্টো সুর ধরেছে। তাই নিজের খেলার ওপর ফোকাস করা ছাড়া অন্যদিকে মন নেই কিং কোহলির।