বহু বছর ধরেই নিজের রাজ্যের বাসিন্দাকে চেনেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)৷ এমনকী ইশান্তের গলাও দুর্দান্ত নকল করতে পারেন তিনি৷ কপিল শর্মার শো-তে এসে ইশান্তের মিমিক্রি করেও দেখান বিরাট৷ আজ সতীর্থের সাফল্যে গর্বিত কোহলি৷ মঙ্গলবার প্রাক ম্যাচ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কোহলি জানান যে, তিনিই ইশান্তকে জাতীয় দলে সুযোগ পাওয়ার খবরটা দিয়েছিলেন৷
advertisement
কোহলি এদিন বলছেন, "ইশান্ত আমার সঙ্গে রাজ্য স্তরে ক্রিকেট খেলা শুরু করে৷ ও যখন ভারতীয় দলে সুযোগ পেল, তখন আমি ওকে ঘুম থেকে ঠেলে তুলে খবরটা দিয়েছিলাম৷ এভাবে আমরা এগিয়ে গেলাম৷ আমাদের মধ্যে অসাধারণ একটা আস্থার জায়গা রয়েছে৷ আমি ভীষণ খুশি ওকে দেখে, যেভাবে ও এত বছর নিজের বোলিংটা উপভোগ করছে৷ এখনকার দিনে একজন পেসারের এতটা দীর্ঘমেয়াদি কেরিয়ার খুবই বিরল৷ ইশান্ত চাইলেই সাদা বলের ক্রিকেটকে প্রাধান্য দিতে পারত৷ ও কিন্তু সেটা করেনি৷ ও ফোকাস করেছে টেস্টেই৷ আমি সত্যিই খুশি যে ১০০ নম্বর টেস্ট খেলছে৷ আশা করি ও ভারতের জন্য আরও বহু বছর খেলুক৷"
১৪ বছর আগে টেস্ট অভিষেক করা ইশান্ত আজও ভারতীয় দলের এক নম্বর টেস্ট বোলার৷ চোট-আঘাতে বহুবার জর্জরিত হয়েছে তাঁর কেরিয়ার৷ এরপরেও একজন ফাস্টবোলার হিসাবে ইশান্তের ১০০ নম্বর টেস্ট খেলার কৃতিত্বকে কুর্নিশ করছেন সকলে৷ চেন্নাই টেস্টেও ইশান্ত রেকর্ড করেন৷ ৩০০ টেস্ট উইকেটের এলিট ক্লাবে যোগ দেন তিনি৷ ভারতের ৬ নম্বর বোলার ও তৃতীয় পেসার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ইশান্তের ৩০০ উইকেট চলে এল৷ তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble, ৬১৯), কপিল দেব (Kapil Dev, ৪৩৪), হরভজন সিং (Harbhajan Singh, ৪১৭), অশ্বিন (৩৮৬), জাহির খান (Zaheer Khan, ৩১১) ও ইশান্ত (৩০০)