TRENDING:

দল হারলেও র‍্যাঙ্কিংয়ে এক নম্বরই রইলেন বিরাট কোহলি, ফের গড়লেন নজির

Last Updated:

বিরাট যাই করেন তাতেই একটা করে নতুন মাইলস্টোন অ্যাচিভ করেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

তবে এবারের তালিকায় এক নম্বর ধরে রাখার পাশাপাশি কেরিয়ারের সেরা পয়েন্ট করলেন তিনি ৷৯৩৭ পয়েন্ট নিয়ে লিস্টের এক নম্বরে রয়েছেন ৷ সাদম্পটন টেস্টে দুটি ইনিংসে ৪৬ ও ৫৮ রান করেন বিরাট কোহলি ৷ রোজবোলে ১৩২ করার সুবাদে তালিকার ৬ নম্বর জায়গা ধরে রাখলেন চেতেশ্বর পূজারা ৷

আরও পড়ুন - ডার্বির গোল বদলে দিল জীবন, জাতীয় দলের জার্সিতে পিন্টুকে দেখতে চায় জঙ্গলমহল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এদিক অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ নেমে তিন নম্বরে পৌঁছে গেলেন ভারতের রবীন্দ্র জাডেজা, আর  রবিচন্দ্রন অশ্বিনও একধাপ নেমে পৌঁছে গেলেন ৫ নম্বরে ৷

বাংলা খবর/ খবর/খেলা/
দল হারলেও র‍্যাঙ্কিংয়ে এক নম্বরই রইলেন বিরাট কোহলি, ফের গড়লেন নজির