TRENDING:

IND vs SL, Pink Ball test : সেকেন্ড হোম চিন্নস্বামীতে শতরান আসবে বিরাটের ব্যাটে ? কিং কোহলির জোরদার প্রস্তুতি চলছে

Last Updated:

Virat Kohli looking forward to score much awaited test century in Bengaluru. বেঙ্গালুরুতেই কী শ্রীলংকার বিরুদ্ধে শতরান করবেন বিরাট? কিং কোহলির জোরদার প্রস্তুতি চলছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: বিরাট কোহলির চেনা মাঠ। প্রচুর স্মৃতি রয়েছে এই মাঠে। করোনা ভীতি কাটিয়ে দীর্ঘ দু’বছর পর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ১২ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি টেস্ট খেলতে নামবে ভারত। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে বাগিচা শহরের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে পুরোদমে অনুশীলন শুরু করে দিল টিম ইন্ডিয়া।
অনুশীলনে জাদেজার পাশে মেজাজে আছেন বিরাট কোহলি
অনুশীলনে জাদেজার পাশে মেজাজে আছেন বিরাট কোহলি
advertisement

আরও পড়ুন - PAK vs AUS, Pat Cummins : অজি পেস বোলারদের ভয়ে জঘন্য উইকেট বানিয়েছে পাকিস্তান! আক্রমণ কামিন্সের

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংসে পরাস্ত করেছিল রোহিত ব্রিগেড। ফলে ভারতীয় ক্রিকেটারদের মনোবল তুঙ্গে। তবে দ্বিতীয় টেস্ট যেহেতু গোলাপি বলে দিন-রাতে খেলা হবে, তাই একটু সাবধানী কোচ রাহুল দ্রাবিড়। এখনও অবধি টিম ইন্ডিয়া খেলেছে তিনটি গোলাপি টেস্ট। তার মধ্যে দু’টি ঘরের মাটিতে। একটি হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে। যে ম্যাচে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি।

advertisement

অপরটি মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধেও সহজে জিতেছিল ভারত। তবে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টের অভিজ্ঞতা মোটেও ভালো নয় কোহলিদের। কারণ, দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে গিয়েছিল। আসলে ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলের দৃশ্যমানতার তারতম্য ঘটে অনেক বেশি। বিশেষ করে গোধুলিতে ব্যাটসম্যানদের সমস্যা বাড়ে।

নেট প্র্যাকটিসে গোলাপি বলে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন বিরাট কোহলি, শুভমান গিল ও হনুমা বিহারিরা। ছেলেদের উপর কড়া নজর রেখেছিলেন হেডস্যার রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। নেটে বেশ কিছুক্ষণ হাত ঘোরাতে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজকেও। চিন্নাস্বামীর পিচে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকবে আশা করা হচ্ছে। তাই স্পিন বিভাগকে আরও মজবুত করার চেষ্টায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

advertisement

কুলদীপ যাদবকে রিলিজ করে স্কোয়াডে আনা হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তিনিও এদিন অনুশীলনে হাল্কা গা ঘামিয়েছেন। চলতি সিরিজের প্রথম টেস্টে মোহালিতে মাত্র তিন দিনেই শ্রীলঙ্কাকে বশ মানায় রোহিত-ব্রিগেড। দারুণ পারফরম্যান্স মেলে ধরেছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া রান পেয়েছেন ঋষভ পন্থও। তবে শততম টেস্টে বিশেষ দাগ কাটতে পারনিনি বিরাট কোহলি। তিনি ৪৫ রানেই আউট হয়ে গিয়েছিলেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

তবে আইপিএলের সুবাদে বেঙ্গালুরু ভিকে’র সেকেন্ড হোম। এই মাঠও তাঁর খুব চেনা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শতরানের খরা কাটিয়ে ওঠার দারুণ সুযোগ রয়েছে বিরাটের সামনে। অধিনায়ক রোহিত শর্মা আগেই বুঝিয়ে দিয়েছেন বিরাট কোহলির গুরুত্ব আগে যেমন ছিল, এখনও তেমনই থাকবে। এখন দেখার নিজের চেনা মাঠে বহু প্রতীক্ষিত শতরান করতে পারেন কিনা বিরাট কোহলি।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL, Pink Ball test : সেকেন্ড হোম চিন্নস্বামীতে শতরান আসবে বিরাটের ব্যাটে ? কিং কোহলির জোরদার প্রস্তুতি চলছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল