টি-২০ ক্রিকেটের বিগত ১০ বছরে বড় প্রতিযোগিতাগুলির পরিংখ্যানও কিন্তু বিরাট কোহলির পক্ষে। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে কেবল একবার বাদে বিরাট কোহলি প্রতিবার সর্বোচ্চ স্কোরার। শুধুমাত্র ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ১৯৪ রান করছিলেন কেএল রাহুল। বাকি প্রায় সবকটি প্রতিযোগিতাতেই সকলের থেকে অনেক এগিয়ে বিরাট কোহলি।
advertisement
২০১২ সালের টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি ৫ ম্যাচে ১৮৫ রান করেছিলেন বিরাট কোহলি। এছাড়া ২০১৪ সালে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিরাট কোহলি করেছিলেন ৬ ম্যাচে ৩১৯ রান। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ২৭৩ রান করেছিলেন বিরাট। চলতি বছরে এশিয়া কাপে ২৭৬ রান এসেছিল কোহলির ব্যাটে। আর ২০২২ টি২০ বিশ্বকাপে ২৯৬ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন বিরাট কোহলি।
আরও পড়ুনঃ শামি-আখতারের 'ট্যুইট যু্দ্ধে' আসরে নামলেন আফ্রিদি, ভারতীয় পেসারের বিরুদ্ধে দাগলেন তোপ
২০১৪ ও ২০১৬ টি-২০ বিশ্বকাপেও সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন কোহলি। প্রথম ব্যাটার হিসেব টি-২০ বিশ্বকাপে ৩ বার সর্বোচ্চ স্কোরার হলেন বিরাট। টি-২০ বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ স্কোরার বিরাট কোহলি। মাহেলা জয়াবর্ধনেকে এই টপকে এই বিশ্বকাপেই শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপ কেরিয়ারে বিরাট কোহলি মোট ২৭ ম্যাচে বিরাট কোহলির মোট রান ১১৪১। ফলে এই পরিসখ্যান থেকেই প্রমাণিত ২০ ওভারের ফর্ম্যাটেও বিরাট কোহলি কতটা সফল।