TRENDING:

Virat Kohli, RCB : চরম দুঃসময়ে রানের খোঁজে এই কিংবদন্তীর শরণাপন্ন হলেন কোহলি! জানেন কে?

Last Updated:

Virat Kohli got important batting tips from legendary Brian Lara. গড়পড়তা রান করতেই কালঘাম ছুটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়কের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কেউ বলছেন তার ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে। কেউ আবার বলছেন ক্রিকেট থেকে কয়েকটা মাস নিজেকে সরিয়ে নিক। কেউ আবার মনে করেন অতিরিক্ত অনুষ্কা অনুষ্কা করতে গিয়েই ব্যাটে ফর্ম হারিয়েছেন বিরাট কোহলি। সেঞ্চুরির হাহাকার ক্রমশ রূপ নিয়েছে রানের খরায়! গত আড়াই বছরে বিরাট কোহলির শতরান না পাওয়া নিয়ে অনেক নিউজপ্রিন্ট খরচ হয়েছে। মুক্তি মেলেনি এখনও। বরং চলতি আইপিএলে ‘ভিকে’র ফর্ম নিয়ে চিন্তা আরও বেড়েছে।
রানের খোঁজে রাজপুত্রের দরবারে কিং কোহলি
রানের খোঁজে রাজপুত্রের দরবারে কিং কোহলি
advertisement

আরও পড়ুন - Gavaskar on Krunal Pandya : আর একটু হলেই পোলার্ডের হাতে মার খেতেন ক্রুনাল পান্ডিয়া! ধুয়ে দিলেন গাভাসকার

স্পেশাল ইনিংস তো দূর-অস্ত, গড়পড়তা রান করতেই কালঘাম ছুটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়কের। তার সঙ্গে যোগ হয়েছে টানা দ্বিতীয় গোল্ডেন ডাকের লজ্জা। চরমতম দুঃসময় থেকে উদ্ধার পেতে ব্রায়ান লারার দ্বারস্থ হলেন বিরাট। শনিবার ম্যাচের পর ক্যারিবিয়ান কিংবদন্তির কাছ থেকে দীর্ঘক্ষণ ব্যাটিং টিপস নিতে দেখা গেল তাঁকে।

advertisement

আইপিএলের ম্যাচ শেষ হলে সাধারণত চোখে পড়ে, তরুণ প্রজন্ম পরামর্শ পাওয়ার আশায় কোহলিকে ঘিরে ধরে। তবে শনিবার দেখা গেল উল্টো দৃশ্য। সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর লারা ব্যাটিং পাঠ দিলেন কোহলিকে। ওই মুহূর্তের বেশ কয়েকটি ছবি আরসিবি’র টুইটারে পোস্ট করা হয়েছে। আর তার ক্যাপশন, ক্রিকেট নিয়ে কথা বলার কোনও সময় অসময় হয় না।

advertisement

এই দৃশ্য সত্যিই মধুর। উল্লেখ্য, কেরিয়ারের শুরুর দিকে ইংল্যান্ড সফরে ব্যর্থতার পর এভাবেই সচিন তেন্ডুলকরের শরণাপন্ন হয়েছিলেন বিরাট। ফলও পেয়েছিলেন হাতেনাতে। দেখা যাক এবার লারার টিপস কোহলিকে সাফল্যের চেনা পথে ফেরাতে পারে কিনা! আরসিবি কোচ সঞ্জয় বাঙ্গার অবশ্য কোহলির ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী। তাঁর কথায়, সব ক্রিকেটারের জীবনেই খারাপ সময় আসে। তেমনটাই বিরাটের সঙ্গে হচ্ছে।

advertisement

তবে ঘুরে দাঁড়াতে ও কঠোর পরিশ্রম করছে। ওর রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। আইপিএলের শুরুটা ভালোই করেছিলেন কোহলি। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে ততই তাল কেটেছে তাঁর। তার মধ্যে গত দু’টি ম্যাচে প্রথম বলেই ডাগ-আউটে ফিরেছেন। কেরিয়ারে এই প্রথমবার টানা দু’ম্যাচে গোল্ডেন ডাক পেলেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

ক্যারিবিয়ান কিংবদন্তি লারা বিরাটকে ঠিক কী টিপস দিয়েছেন জানা যায়নি। তবে ত্রিনিদাদের রাজপুত্র মনে করেন কিং কোহলির খারাপ ফর্ম বেশিদিন নেই। দ্রুত কেটে যাবে। মানসিক দিক থেকে বিরাট কোহলি যথেষ্ট শক্তিশালী আছেন জানিয়েছেন লারা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli, RCB : চরম দুঃসময়ে রানের খোঁজে এই কিংবদন্তীর শরণাপন্ন হলেন কোহলি! জানেন কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল