ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলার পর বিরাট আর কোনো ম্যাচে অংশ নেননি। লিগ শেষ হওয়ার পর তিনি লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। বর্তমানে বিরাট কোহলি ভারতে থাকেন না।এই বিষয় নিয়ে তিনি পার্থ ওয়ানডের আগে প্রকাশ্যে কথা বলেন কোহলি।
রবিবার, তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে মাঠে নামেন কোহলি। পারথে ম্যাচের আগে টসের সময় কোহলি ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক খোলামেলা আলোচনায় অংশ নেন।
advertisement
আলোচনার সময় কোহলির কাছে প্রশ্ন করা হয়েছিল, গত চার-পাঁচ মাস তিনি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানদের সঙ্গে লন্ডনে কাটিয়েছেন। মে মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র হয়ে আইপিএল ২০২৫ খেলার পর কোহলি সরাসরি সেখানে চলে যান। সেখানেই তিনি পরিবারের সঙ্গে সময় কাটান।
এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে, তিনি ভারতে ফিরে আসেন। তার পর সেখান থেকে অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা হন। এই সময়টা বিরাট কোহলির জন্য একটা বিরতির মতো ছিল। তিনি ক্রিকেটের বাইরের জীবন, বিশেষ করে পরিবারের সঙ্গে সময় কাটানো ও নিজের মানসিক প্রশান্তির ওপর গুরুত্ব দেন।
আরও পড়ুন- “তোমরা আমাদের খেলোয়াড়দের মারবে আর আমরা দেখব…!” পাকিস্তানকে জবাব রশিদ খানের
ম্যাচ শুরুর আগে বিরাট কোহলি বলেন, “যেমনটা আমি বলছিলাম, আমি শুধু জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। আগে টানা ক্রিকেট খেলার ব্যস্ততায় পরিবারের জন্য তেমন সময় দিতে পারিনি। এখন সন্তানদের সঙ্গে, পরিবারের সঙ্গে বাড়িতে কিছু সময় কাটাতে পারছি। এটা একটা দারুণ, খুবই সুন্দর পর্ব চলছে। আমি সত্যিই এটা উপভোগ করেছি। এখন নিজেকে সতেজ মনে হচ্ছে, দেখতে সতেজ লাগছে এবং শরীরও ফিট আছে। নেট প্র্যাকটিস আর ফিল্ডিং সেশনে সব কিছু ভালভাবেই এগোচ্ছে।”