TRENDING:

Virat Kohli : শূন্য করলেন যেদিন, সেদিনই মুখ খুললেন বিরাট! কেন দেশ ছেড়ে বিদেশে থাকেন, এতদিনে উত্তর দিলেন কোহলি!

Last Updated:

Virat Kohli- ২২৪ দিন পর ওয়ানডে খেলতে নামা তারকা ক্রিকেটার বিরাট কোহলি পারথে ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক রানও করতে পারেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পারথ : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কামব্যাক ঠিকঠাক হল না! ক্রিকেট জগতে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছেন তিনি। তবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন বিশেষ ভাল হয়নি। ২২৪ দিন পর ওয়ানডে খেলতে নামা এই তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক রানও করতে পারেননি।
News18
News18
advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলার পর বিরাট আর কোনো ম্যাচে অংশ নেননি। লিগ শেষ হওয়ার পর তিনি লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। বর্তমানে বিরাট কোহলি ভারতে থাকেন না।এই বিষয় নিয়ে তিনি পার্থ ওয়ানডের আগে প্রকাশ্যে কথা বলেন কোহলি।

রবিবার, তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে মাঠে নামেন কোহলি। পারথে ম্যাচের আগে টসের সময় কোহলি ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক খোলামেলা আলোচনায় অংশ নেন।

advertisement

আলোচনার সময় কোহলির কাছে প্রশ্ন করা হয়েছিল, গত চার-পাঁচ মাস তিনি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এবং সন্তানদের সঙ্গে লন্ডনে কাটিয়েছেন। মে মাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র হয়ে আইপিএল ২০২৫ খেলার পর কোহলি সরাসরি সেখানে চলে যান। সেখানেই তিনি পরিবারের সঙ্গে সময় কাটান।

এর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে, তিনি ভারতে ফিরে আসেন। তার পর সেখান থেকে অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা হন। এই সময়টা বিরাট কোহলির জন্য একটা বিরতির মতো ছিল। তিনি ক্রিকেটের বাইরের জীবন, বিশেষ করে পরিবারের সঙ্গে সময় কাটানো ও নিজের মানসিক প্রশান্তির ওপর গুরুত্ব দেন।

advertisement

আরও পড়ুন- “তোমরা আমাদের খেলোয়াড়দের মারবে আর আমরা দেখব…!” পাকিস্তানকে জবাব রশিদ খানের

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের বাঁচাতে ডাকাতি ব্রিটিশ ট্রেনে, রক্ষা পেয়ে ডাকাতদলের হাতে পুজো শুরু 'এই' কালীর
আরও দেখুন

ম্যাচ শুরুর আগে বিরাট কোহলি বলেন, “যেমনটা আমি বলছিলাম, আমি শুধু জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। আগে টানা ক্রিকেট খেলার ব্যস্ততায় পরিবারের জন্য তেমন সময় দিতে পারিনি। এখন সন্তানদের সঙ্গে, পরিবারের সঙ্গে বাড়িতে কিছু সময় কাটাতে পারছি। এটা একটা দারুণ, খুবই সুন্দর পর্ব চলছে। আমি সত্যিই এটা উপভোগ করেছি। এখন নিজেকে সতেজ মনে হচ্ছে, দেখতে সতেজ লাগছে এবং শরীরও ফিট আছে। নেট প্র্যাকটিস আর ফিল্ডিং সেশনে সব কিছু ভালভাবেই এগোচ্ছে।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli : শূন্য করলেন যেদিন, সেদিনই মুখ খুললেন বিরাট! কেন দেশ ছেড়ে বিদেশে থাকেন, এতদিনে উত্তর দিলেন কোহলি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল