বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৭ কোটি ৪০ লক্ষ ফলোয়ার্স রয়েছে। ইনস্টাগ্রামে বিরাটের ভেরিফায়েড অ্যাকাউন্টটি শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছিল না। তারপর থেকেই কোহলিভক্তদের মনে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি সোশ্যাল মিডিয়া থেকেও এবার অবসর নিলেন বিরাট?
advertisement
সবার মনেই প্রশ্ন ছিল, কেন হঠাৎ এভাবে ইনস্টাগ্রামকে বিদায় জানালেন কোহলি? কোটি কোটি ফলোয়ার থাকা সেই প্রোফাইল দেখতে না পাওয়াটা সত্যিই অবাক হওয়ার মতোই ঘটনা। বিরাটের ইনস্টা প্রোফাইল সার্চ করলে ইনস্টাগ্রাম মেসেজ দিচ্ছিল যে, ‘This Page is not available ৷’ তবে তার অল্প কিছুক্ষণেই সব সমস্যার সমাধান ৷ ইনস্টাগ্রামে কোহলির প্রোফাইল ফের এখন দেখা যাচ্ছে ৷ প্রোফাইলটি রিঅ্যাক্টিভেট করে নিয়েছেন বিরাট ৷
আর শুধু বিরাট নন, তাঁর ভাই বিকাশ কোহলির ইনস্টা অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এদিন গুঞ্জন ওঠে। গোটা বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি বিরাট।
এদিকে আগামিকাল, শনিবার ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ জিতে নেওয়ার পর বুধবার চতুর্থ ম্যাচে হেরেছে ভারত। ৫০ রানে হারতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। শিবম দুবে ১৫ বলে অর্ধশতরান করার পরেও ভারত জিততে পারেনি। তবে চিন্তিত নন সূর্যকুমার। বলেছেন, বিশ্বকাপের আগে তাঁরা নিজেরাই নিজেদের চ্যালেঞ্জের সামনে ফেলতে চেয়েছিলেন। শনিবারও নানা পরীক্ষা-নিরীক্ষা চলবে।
