TRENDING:

Virat Kohli Viral Video: বাইশ গজ ছেড়ে কি এবার বউয়ের মতো নাচেই মন, বিরাটের নাচের ভিডিও তুলল ঝড়

Last Updated:

বিরাট কোহলির নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল, সমালোচকরা সমালোচনা করলেও ইতিমধ্যেই ২৫ লক্ষের বেশি লাইক পেয়েছে বিরাটের ভাঙড়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিরাট কোহলিকে  নিয়ে এখন সমালোচনার শেষ নেই৷ আর হবে নাই বা কেন পারফরমাররা যখন আউট অফ ফর্ম দিনের পর দিন ধরে থাকেন তখন তাঁকে নিয়ে নানা ধরণের সমালোচনা সহ্য করতেই হয়৷ আর কিং কোহলি নিজের রানের রাজ্যপাট থেকে প্রায় বছর দুয়েক ধরে দূরে৷ না টেস্ট, না ওয়ান ডে না টি টোয়েন্টি , কোথাও বিরাট কোহলিকে সেভাবে নিজের ছন্দের ধারে কাছেও দেখা যাচ্ছে না৷
Virat Kohli dances with mundiya tu banch ke rahi song watch viral video- Photo Courtesy- Virat Kohli/ Instagram Account
Virat Kohli dances with mundiya tu banch ke rahi song watch viral video- Photo Courtesy- Virat Kohli/ Instagram Account
advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ পাঁচটা ম্যাচেও নিজের ফর্মের ধারে কাছে নেই তিনি৷ এর মধ্যে নিজের থেকে স্ট্রেস দূরে সরিয়ে রাখতে বিরাট মাঠেও বিন্দাস থাকার চেষ্টা করছেন৷ মাঝে মধ্যেই তাঁকে নাচতে দেখা যাচ্ছে৷ সেটাও নেটিজেনরা তাঁকে এক হাত নিয়েছেন৷ বিরাট কোহলি অফফর্মে থাকলেই নেটিজেনরা সবসময়েই বিতর্কের তিরে বিদ্ধ করে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকেই ৷ তাই এবারের অফ ফর্মের জন্যেও সেই থেকে বিরাম নেই৷ বিশেষত এবার যে ভাঙড়া নাচের ভিডিওটি বিরাট কোহলি আপলোড করেছেন তা এক কথায় দুরন্ত৷

advertisement

আরও পড়ুন - Susmita and Lalit: সুস্মিতা ও ললিতের সম্পর্ক, ননদের সম্পর্ক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ‘ভাজ’

দেখে নিন বিরাট কোহলির ভাইরাল ভিডিও

ভিডিওতে বিখ্যাত বলিউড ভাঙড়া ‘‘মুন্ডিয়া তু বাঁচকে রহি’’ তালে শরীরি হিল্লোলের একেবারে দাপট দেখাচ্ছেন৷ বিরাট কোহলির শেষ পাঁচটি ইনিংস ইংল্যান্ডের মাটিতে তাঁর ফ্লপ শো-র ধারাই বজায় রেখেছে৷  শেষ পাঁচের সবচেয়ে আগে খেলা ম্যাচটি ছিল বার্মিংহ্যাম টেস্ট৷ সেখানে দুটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ১১,২০৷ এরপর রয়েছে দুটি একদিনের ম্যাচ আর দুটি টি টোয়েন্টি ম্যাচ৷ সেগুলিতে রান যথাক্রমে ১,১১,১৬,১৭৷

advertisement

আরও পড়ুন - Malaika Arora Viral Video: পরনে কি কোনও কাপড়ই নেই, মালাইকার নিতম্বেই চোখ আটকে বৃদ্ধের, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

বিরাটের আন্তর্জাতিক কেরিয়ারে রয়েছে ৭০ টি শতরান, টেস্টে শতরানের সংখা ২৭ আর একদিনের ক্রিকেটে শতরানের সংখ্যা ৪৩ টি৷ কিন্তু শেষ ২ বছরে শতরান আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে, বরং ফোন নম্বরের মতো দেখতে রান নিয়েই খেলছেন বিরাট৷ তাই তাঁর নাচের আগ্রহ ভাল চোখে নিচ্ছেন না নেটিজেনরা৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli Viral Video: বাইশ গজ ছেড়ে কি এবার বউয়ের মতো নাচেই মন, বিরাটের নাচের ভিডিও তুলল ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল