ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ পাঁচটা ম্যাচেও নিজের ফর্মের ধারে কাছে নেই তিনি৷ এর মধ্যে নিজের থেকে স্ট্রেস দূরে সরিয়ে রাখতে বিরাট মাঠেও বিন্দাস থাকার চেষ্টা করছেন৷ মাঝে মধ্যেই তাঁকে নাচতে দেখা যাচ্ছে৷ সেটাও নেটিজেনরা তাঁকে এক হাত নিয়েছেন৷ বিরাট কোহলি অফফর্মে থাকলেই নেটিজেনরা সবসময়েই বিতর্কের তিরে বিদ্ধ করে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকেই ৷ তাই এবারের অফ ফর্মের জন্যেও সেই থেকে বিরাম নেই৷ বিশেষত এবার যে ভাঙড়া নাচের ভিডিওটি বিরাট কোহলি আপলোড করেছেন তা এক কথায় দুরন্ত৷
advertisement
আরও পড়ুন - Susmita and Lalit: সুস্মিতা ও ললিতের সম্পর্ক, ননদের সম্পর্ক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ‘ভাজ’
দেখে নিন বিরাট কোহলির ভাইরাল ভিডিও
ভিডিওতে বিখ্যাত বলিউড ভাঙড়া ‘‘মুন্ডিয়া তু বাঁচকে রহি’’ তালে শরীরি হিল্লোলের একেবারে দাপট দেখাচ্ছেন৷ বিরাট কোহলির শেষ পাঁচটি ইনিংস ইংল্যান্ডের মাটিতে তাঁর ফ্লপ শো-র ধারাই বজায় রেখেছে৷ শেষ পাঁচের সবচেয়ে আগে খেলা ম্যাচটি ছিল বার্মিংহ্যাম টেস্ট৷ সেখানে দুটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ১১,২০৷ এরপর রয়েছে দুটি একদিনের ম্যাচ আর দুটি টি টোয়েন্টি ম্যাচ৷ সেগুলিতে রান যথাক্রমে ১,১১,১৬,১৭৷
আরও পড়ুন - Malaika Arora Viral Video: পরনে কি কোনও কাপড়ই নেই, মালাইকার নিতম্বেই চোখ আটকে বৃদ্ধের, ভাইরাল ভিডিও
বিরাটের আন্তর্জাতিক কেরিয়ারে রয়েছে ৭০ টি শতরান, টেস্টে শতরানের সংখা ২৭ আর একদিনের ক্রিকেটে শতরানের সংখ্যা ৪৩ টি৷ কিন্তু শেষ ২ বছরে শতরান আসেনি বিরাট কোহলির ব্যাট থেকে, বরং ফোন নম্বরের মতো দেখতে রান নিয়েই খেলছেন বিরাট৷ তাই তাঁর নাচের আগ্রহ ভাল চোখে নিচ্ছেন না নেটিজেনরা৷