এদিন কোহলি এবং ডু'প্লেসির ব্যাটে ভর করেই গুজরাতকে ৮ উইকেটে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একইসঙ্গে আরও একটি নজির গড়লেন কোহলি। আরসিবির হয়ে ৭০০০ রান পূর্ণ করেন তিনি। আইপিএলের ইতিহাসে এই রেকর্ড আর কারোর নেই। আইপিএলের জন্মলগ্ন থেকেই একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন কোহলি ৷ এখনও পর্যন্ত দল বদলাননি তিনি ৷ আরসিবির হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বিরাটের পরেই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন এবি ডেভিলিয়ার্স এবং ক্রিস গেইল।
advertisement
আরও পড়ুন-কিং কোহলির দুরন্ত ইনিংসে গুজরাতকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল আরসিবি
আইপিএলে এ বছর এতদিন একেবারেই রান পাচ্ছিলেন না কোহলি। দলের হয়ে অবদান রাখতে না পারার হতাশা গ্রাস করেছিল তাঁকে। বৃহস্পতিবার অবশেষে দলকে জেতাতে পেরে খুশি বিরাট। এদিন ম্যাচ শেষে কোহলি বলেন, ‘‘ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা ৷ দলকে জেতাতে পারছিলাম না এতদিন ৷ খুব হতাশ লাগছিল ৷ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হয়ে এই রানটা করতে পেরে খুশি ৷ এই জয় দলকে ভাল জায়গায় নিয়ে গেল ৷ ’’