বর্তমানে বিরাট কোহলি এখন আর টেস্ট দলের অংশ নন। তারপরও তিনি ইংল্যান্ড সফরে এমন একটি কাজ করেছেন, যা সকলের কাছে প্রশংসীত হচ্ছে। জানা গেছে, বিপাট কোহলি লন্ডনে নিজের বাড়িতে টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড়কে নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন। এবং সেখানে সকলকে গুরুত্বপূর্ণ টিপস দেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন নতুন অধিনায়ক শুভমান গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্থ, মহম্মদ সিরাজসহ আরও কিছু তরুণ খেলোয়াড়। প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই বৈঠকে কোহলি নিজের অভিজ্ঞতা ও কৌশল শেয়ার করেন এবং ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে কীভাবে সফলভাবে পারফর্ম করতে হয়, সেই সম্পর্কে দিক নির্দেশনা দেন। তিনি খেলোয়াড়দের একজোট হয়ে খেলার পরামর্শও দেন।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: ইংল্যান্ডে চার ক্রিকেটারের একসঙ্গে ‘অভিষেক’! প্রথম টেস্টেই মহাচমক দেবে ভারত!
প্রসঙ্গত ভারতীয় দল এখন সিরিজের প্রথম ম্যাচের জন্য লিডসের হেডিংলি মাঠে প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজ শুধু অধিনায়ক গিল নয়, পুরো দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবার তাদের পারফর্ম করতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনদের মত অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া। তবে কোহলির এই উদ্যোগ আবারও প্রমাণ করল, মাঠে না থাকলেও ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা আগের মতোই অটুট।