TRENDING:

রিওতে ব্যর্থ ভারতীয় অ্যাথলিটদের পাশে বিরাট

Last Updated:

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বলেছেন, প্রতিযোগীরা পদক জিততে না পারলেও নিজেদের হৃদয় দিয়ে সেরা পারফরম্যান্স করার চেষ্টা করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সেন্ট লুসিয়া :  রিও অলিম্পিকে এবার চূড়ান্ত ব্যর্থ ভারতীয় অ্যাথলিটরা ৷ বাকি আর যে ক’টা দিন আছে, তাতে ভারতের পদক জয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ৷  এতে স্বভাবতই হতাশ দেশবাসী ৷ কিন্তু অ্যাথলিটদের এই দুঃসময় এবং ব্যর্থতার দিনে তাঁদের পাশেই দাঁড়ালেন ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর স্পষ্ট কথা, ভারতীয় অ্যাথলিটরা পদক জিততে না পারলেও নিজেদের হৃদয় দিয়ে সেরা পারফরম্যান্সটা করার চেষ্টা করেছেন। দেশের অ্যাথলিটরা অনেক ক্ষেত্রেই কম সুযোগ-সুবিধা পান ৷ তাতেও যে তাঁরা চেষ্টার ত্রুটি রাখেননি, সেটাই সকলের প্রশংসা প্রাপ্য ৷
advertisement

সেন্ট লুসিয়ায় সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে ২৩৭ রানে দুরমুশ করার পর সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছে কোহলির ভারত ৷ স্বভাবতই এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফুরফুরে মেজাজে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ কিন্তু এরই মধ্যে অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের হতাশজনক পারফরম্যান্সে সবাই নিরাশ ৷ বিরাটের মতে, ‘‘অলিম্পিকের মতো ইভেন্টে সবার আগে আমাদের দেখা উচিত, কীভাবে আমাদের অ্যাথলিটরা তৈরি হচ্ছে। ওরা প্রত্যেকে নিজেদের উজাড় করে দেওয়া চেষ্টা করে। এটা খুবই যন্ত্রণাদায় যে, তারপরেও কেউ কেউ আমাদের প্রতিযোগীদের সেই চেষ্টার দিকটা উপেক্ষা করে।’’  ভারতের টেস্ট দলের অধিনায়ক আরও বলেন, ‘‘ ক্রিকেটেও সবসময় একশো শতাংশ দিয়েও সাফল্য পাওয়া যায় না ৷ অন্যান্য দেশের অ্যাথলিটরা যেরকম সুযোগ-সুবিধা পায়, তার দশ শতাংশও আমাদের দেশে অনেকে পায় না। তারপরেও নিজেদের ১২০ শতাংশ দিয়ে ওরা পদক জেতার চেষ্টা করে। তাঁদের তো সম্মান করাই উচিত।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
রিওতে ব্যর্থ ভারতীয় অ্যাথলিটদের পাশে বিরাট