TRENDING:

মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে রোহিতকে নিয়ে বড় কথা বলে দিলেন কোহলি! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IPL 2025 MI vs RCB: রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা কথা উঠেছে। তাদের মধ্যে বিবাদ রয়েছে বলেও বারবার জল্পনা তৈরি হয়েছে। এবার আরসিবি বনাম মুম্বই ম্যাচের আগে রোহিতকে নিয়ে বড় কথা বলে দিলেন কোহলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা কথা উঠেছে। তাদের মধ্যে বিবাদ রয়েছে বলেও বারবার জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে কোহলির পর রোহিত ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর তাদের সম্পর্কে ফাটল ধরে বলে জল্পনা তৈরি হয়। তবে রোহিত-কোহলি বারবার বুঝিয়ে দিয়েছেন তাদের মধ্যে কোনও তিক্ততা নেই। সোমবার আইপিএলে ফের একবার মুখোমুখি রোহিত ও বিরাট। তার আগে রোহিত সম্পর্কে বড় মন্তব্য করলেন কোহলি।
News18
News18
advertisement

আইপিএলের ১৮ বছরের ইতিহাসে যতবার রোহিত ও কোহলি একে-অপরের মুখোমুখি হয়েছে তখনই সেই ম্যাচ আলাদা মাত্রা পেয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। একসময় অধিনায়ক হিসেবে লড়াই করলেও এখন দুজনেই প্লেয়ার হিসেবে মুখোমুখি হবেন। আইপিএল ২০২৫-এ আরসিবি বনান মুম্বই ম্যাচের আগে কোহলির পরিষ্কার জানিয়ে দিলেন তাদের মধ্যে কোনও বিবাদ নেই। তারা একে অপরকে সম্মান করেন ও জাতীয় দলের স্বার্থে কাজ করেন।

advertisement

বিরাট কোহলি বলেছেন,”আমরা একে অপরকে খুব সম্মান করি। নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিই। দু’জন দু’জনের কাছ থেকে শিখি। আসলে একই সময়ে আমাদের কেরিয়ার এগিয়েছে। কারও সঙ্গে এত বছর ধরে খেললে এটা হবেই। রোহিত অধিনায়ক হলেও আমার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। আমরা একে অপরকে বিশ্বাস করি। আমরা দু’জনেই দলের স্বার্থের কথা ভাবি।”

advertisement

আরও পড়ুন: এক বলে হয়েছে ২৮৬ রান! কখনও আবার ৯৩! কে-কবে করেছিল? ক্রিকেটের এই ইতিহাস অনেকের অজানা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, এবারের আইপিএলে আরসিবি ভাল ফর্মে রয়েছে। ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপরদিকে, ৪টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবির বিরুদ্ধে জিততে না পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা আরও কঠিন হবে মুম্বইয়ের। অপরদিকে, আরসিবির কাছে সুযোগ লিগ টেবিলের টপে ওঠা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে রোহিতকে নিয়ে বড় কথা বলে দিলেন কোহলি! জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল