TRENDING:

অস্ট্রেলিয়া সফরের আগেই মাঠে ফিরছেন রোহিত-কোহলি! সামনে এল বড় আপডেট

Last Updated:

Virat Kohli, Rohit Sharma: অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ থেকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন দুই মহাতারকা। তবে সব কিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া সফরের আগেই মাঠে ফিরতে পারেন রোহিত-কোহলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরতে চলেছেন। অস্ট্রেলিয়া সফরে ওডিআই সিরিজ থেকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন দুই মহাতারকা। তবে সব কিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া সফরের আগেই মাঠে ফিরতে পারেন রোহিত-কোহলি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারা অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত ‘এ’ দলে অন্তর্ভুক্ত হতে পারেন। এই ম্যাচগুলি আগামী ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
News18
News18
advertisement

রোহিত ও কোহলি ২০২৫ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং তার পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেননি। তারা শেষবার ভারতের হয়ে খেলেছেন ৯ মার্চ ২০২৫-এ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেই ম্যাচে রোহিত ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচের সেরা হন। কোহলিও সেই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স করেন।

advertisement

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কোহলি এই মাসেই ভারতে ফিরতে পারেন এবং বেঙ্গালুরুতে একটি ফিটনেস টেস্টে অংশ নিতে পারেন। ক্রিকেটে দীর্ঘ বিরতির পর ফর্ম ও ফিটনেস ফিরে পাওয়ার জন্য এই ভারত ‘এ’ সিরিজ তাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে, এটি হবে আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে তাদের প্রস্তুতির মঞ্চ।

অক্টোবর মাসে ভারতের মূল দল অস্ট্রেলিয়া সফরে যাবে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে, যথাক্রমে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর। এরপর টি-টোয়েন্টি সিরিজে দল খেলবে ক্যানবেরা, মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনে।

advertisement

আরও পড়ুনঃ New BCCI President: কে হবে নতুন বিসিসিআই প্রেসিডেন্ট? উচ্চ পর্যায়ের বৈঠকে বোর্ড! বড় আপডেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি ও রোহিতের অতীত রেকর্ডও যথেষ্ট উজ্জ্বল। রোহিত করেছেন ২৪০৭ রান ৪৬ ম্যাচে, আর কোহলি করেছেন ২৪৫১ রান ৫০ ম্যাচে। ফলে ভারত ‘এ’ দলে তাদের অন্তর্ভুক্তি শুধু অভিজ্ঞতা নয়, দলের মনোবল বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অস্ট্রেলিয়া সফরের আগেই মাঠে ফিরছেন রোহিত-কোহলি! সামনে এল বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল