New BCCI President: কে হবে নতুন বিসিসিআই প্রেসিডেন্ট? উচ্চ পর্যায়ের বৈঠকে বোর্ড! বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
BCCI To Hold High Level Meeting To Decide New BCCI President: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মুম্বইতে তাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে চলেছে। এর আগে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মুম্বইতে তাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে চলেছে। এর আগে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন, যেখানে বোর্ডের ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করতে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। এই বৈঠক হবে সম্পূর্ণ গোপনীয় এবং এখানে বোর্ডের গুরুত্বপূর্ণ পদগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই বছরের নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদগুলির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যদিও সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ পদে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। নেতৃত্ব নির্বাচনের দৌড়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং অভিজ্ঞ ক্রিকেট প্রশাসকরা। তাদের মধ্যে কারা শেষপর্যন্ত নির্বাচিত হবেন, তা ঠিক হবে আসন্ন নেতৃত্ব বৈঠকের পর।
বর্তমান সহ-সভাপতি রাজীব শুক্লা আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার সামনে তিনটি সম্ভাবনা রয়েছে—বর্তমান পদে থাকা, সভাপতি হওয়া অথবা আইপিএল-এর চেয়ারম্যান হওয়া। যদিও সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট অনুযায়ী তিনি সহ-সভাপতি পদেই থাকবেন, তবে ৬০-৪০ অনুপাতে তার সভাপতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
advertisement
আইপিএল চেয়ারম্যান পদেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী আবার দৌড়ে রয়েছেন, অন্যদিকে অভিষেক ডালমিয়া, যিনি আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এবং বাংলা ক্রিকেটের পরিচিত মুখ, তাকেও বিবেচনা করা হচ্ছে। এজিএম-এর আনুষ্ঠানিক নোটিশ আগামী কয়েক দিনের মধ্যেই জারি হবে বলে জানা গেছে। শেষ মুহূর্তে কোনও বড় নামের চমক বিসিসিআই দেয় কিনা সেদিকেও নজর থাকবে সকলের।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 8:38 PM IST