এবার ফাইনাল হারের হতাশার মধ্যেই আরও এক খারাপ খবর বিরাট কোহলির জন্য। এক দশকের বেশি সময়ের এক সম্পর্ক ভাঙল প্রাক্তন ভারত অধিনায়কের। বিচ্ছেদ হল বিরাট কোহলি ও তাঁর স্পোর্টস ম্যানেজার বান্টি সাজদের। সম্পর্কে বান্টি বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার শ্যালক। দীর্ঘ সময় ধরে বিরাট কোহলির স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করছিলেন বান্টি। অবশেষে তাতে ইতি পড়ল।
advertisement
বান্টির সাজদের সংস্থার নাম কর্নারস্টোন। তিনি বিরাট কোহলির বিজ্ঞাপন ও নানা বিষয় সংক্রান্ত কাজের দেখভাল করত। কোহলি ও বান্টির মধ্যে সম্পর্কও বেশ ভাল ছিল। স্পোর্টস ম্যানেজার হিসেবে কোহলি একাধিকবার বান্টির প্রশংসাও করেছেন। তবে এখন শোনা যাচ্ছে বিরাট কোহলি নিজের সংস্থা শুরু করতে চলেছে। তবে বান্টি ও বিরাটের প্রফেশনার সম্পর্কের বিচ্ছেদের সঠিক কারণ কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, বান্টি সাজদের স্পোর্টস ম্যানেজিং সংস্থার যথেষ্ট নাম রয়েছে। শুধু বিরাট কোহলি নয় আরও একাধিক ভারতীয় দলের ক্রিকেটারের হয়ে কাজ করে থাকেন তিনি। শুধু ক্রিকেট নয়, অন্যান্য ক্রীড়াক্ষেত্রের তারকাদের সঙ্গেও কাজ করেন বান্টি। কোহলির সঙ্গে বিচ্ছদের কারণ নিয়ে মুখ খোলেননি বান্টিও।