TRENDING:

Virat Kohli: এক দশকের সম্পর্কে বিচ্ছেদ, বিশ্বকাপ হারের পর ফের ধাক্কা বিরাট কোহলির! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Virat Kohli: ফাইনাল হারের হতাশার মধ্যেই আরও এক খারাপ খবর বিরাট কোহলির জন্য। এক দশকের বেশি সময়ের এক সম্পর্ক ভাঙল প্রাক্তন ভারত অধিনায়কের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে গোটা প্রতিযোগিতা জুড়ে নিজের সেরাটা উজার করে দিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। প্রতিযোগিতায় ১১টি ম্যাচ খেলে ৭৬৫ রান করেছেন বিরাট কোহলি। ঝুলিতে রয়েছে ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। বিশ্বকাপের সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ডও পেয়েছেন কোহলি। কিন্তু ফাইনালে হেরে দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্নটা অধরা থেকে গেল বিরাট কোহলির।
বিরাট কোহলি
বিরাট কোহলি
advertisement

এবার ফাইনাল হারের হতাশার মধ্যেই আরও এক খারাপ খবর বিরাট কোহলির জন্য। এক দশকের বেশি সময়ের এক সম্পর্ক ভাঙল প্রাক্তন ভারত অধিনায়কের। বিচ্ছেদ হল বিরাট কোহলি ও তাঁর স্পোর্টস ম্যানেজার বান্টি সাজদের। সম্পর্কে বান্টি বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার শ্যালক। দীর্ঘ সময় ধরে বিরাট কোহলির স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করছিলেন বান্টি। অবশেষে তাতে ইতি পড়ল।

advertisement

বান্টির সাজদের সংস্থার নাম কর্নারস্টোন। তিনি বিরাট কোহলির বিজ্ঞাপন ও নানা বিষয় সংক্রান্ত কাজের দেখভাল করত। কোহলি ও বান্টির মধ্যে সম্পর্কও বেশ ভাল ছিল। স্পোর্টস ম্যানেজার হিসেবে কোহলি একাধিকবার বান্টির প্রশংসাও করেছেন। তবে এখন শোনা যাচ্ছে বিরাট কোহলি নিজের সংস্থা শুরু করতে চলেছে। তবে বান্টি ও বিরাটের প্রফেশনার সম্পর্কের বিচ্ছেদের সঠিক কারণ কিছু জানা যায়নি।

advertisement

আরও পড়ুনঃ World Cup 2023 Final: টিম ইন্ডিয়ার ৫ ক্রিকেটারের আর খেলা হবে না বিশ্বকাপ! তালিকায় একের পর এক তারকার নাম

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, বান্টি সাজদের স্পোর্টস ম্যানেজিং সংস্থার যথেষ্ট নাম রয়েছে। শুধু বিরাট কোহলি নয় আরও একাধিক ভারতীয় দলের ক্রিকেটারের হয়ে কাজ করে থাকেন তিনি। শুধু ক্রিকেট নয়, অন্যান্য ক্রীড়াক্ষেত্রের তারকাদের সঙ্গেও কাজ করেন বান্টি। কোহলির সঙ্গে বিচ্ছদের কারণ নিয়ে মুখ খোলেননি বান্টিও।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: এক দশকের সম্পর্কে বিচ্ছেদ, বিশ্বকাপ হারের পর ফের ধাক্কা বিরাট কোহলির! জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল