TRENDING:

বাইশ গজে লড়ছে ভারত-পাকিস্তান, বউয়ের সঙ্গে লাঞ্চে ব্যস্ত কোহলি

Last Updated:

বিরাট কোহলি দারুণ ফুরফুরে মেজাজে , সঙ্গী স্ত্রী অনুষ্কা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এশিয়া কাপে ভারতের পারফরম্যান্স দারুণ ৷ ফাইনালের টিকিট পাওয়া হয়ে গেছে  ৷ একই টুর্নামেন্টে দু‘বার পাকিস্তানকে হারানো হয়ে গেছে৷ এশিয়া কাপে অবশ্য অধিনায়ক বিরাট কোহলি নেই ৷ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা কাঁপিয়ে দিচ্ছেন ৷ আর এই সময়ে বিরাট কোহলি কী করছেন জানেন ?
advertisement

তিনি এখন চিল করছেন ৷ অনুষ্কা রীতিমতো ব্যস্ত তাঁর নতুন ছবি সুই ধাগার প্রমোশনে ৷ তবে তিনিও উই টাইমকে গুরুত্ব দিয়েছেন ৷ উইকএন্ডে বিরাটেরই নিজের হোটেল নুয়েভায় লাঞ্চে গিয়েছিলেন হট কাপল ৷

আর এই খবর নিজে দিয়েছেন বিরাট কোহলি ৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন , ‘‘দারুণ লাঞ্চ  নুয়েভা ওয়ার্ল্ডে , খাবার দারুণ ৷ আর সাহচর্য এর চেয়ে ভালো হতে পারে না ৷ খাদ্যরসিকদের জন্য সেরা ডেস্টিনেশন ৷ আর এলে chimichuri mushrooms-টা কোনওভাবে মিস করবেন না ৷

advertisement

আরও পড়ুন - পাকিস্তানের বিরুদ্ধে পর পর দুটি জয়, ফিরে দেখা সেই মুহূর্ত গুলো

এদিকে মিঞা-বিবি-র সঙ্গে এই লাঞ্চ ডেটে অবশ্য তাঁদের বন্ধুরাও গিয়েছিলেন ৷ এদিকে ম্যাচ জেতার পর টিম ইন্ডিয়ার জন্য শুভেচ্ছা পোস্টও অবশ্য করেছেন বিরাট কোহলি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
বাইশ গজে লড়ছে ভারত-পাকিস্তান, বউয়ের সঙ্গে লাঞ্চে ব্যস্ত কোহলি