তিনি এখন চিল করছেন ৷ অনুষ্কা রীতিমতো ব্যস্ত তাঁর নতুন ছবি সুই ধাগার প্রমোশনে ৷ তবে তিনিও উই টাইমকে গুরুত্ব দিয়েছেন ৷ উইকএন্ডে বিরাটেরই নিজের হোটেল নুয়েভায় লাঞ্চে গিয়েছিলেন হট কাপল ৷
আর এই খবর নিজে দিয়েছেন বিরাট কোহলি ৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন , ‘‘দারুণ লাঞ্চ নুয়েভা ওয়ার্ল্ডে , খাবার দারুণ ৷ আর সাহচর্য এর চেয়ে ভালো হতে পারে না ৷ খাদ্যরসিকদের জন্য সেরা ডেস্টিনেশন ৷ আর এলে chimichuri mushrooms-টা কোনওভাবে মিস করবেন না ৷
advertisement
আরও পড়ুন - পাকিস্তানের বিরুদ্ধে পর পর দুটি জয়, ফিরে দেখা সেই মুহূর্ত গুলো
এদিকে মিঞা-বিবি-র সঙ্গে এই লাঞ্চ ডেটে অবশ্য তাঁদের বন্ধুরাও গিয়েছিলেন ৷ এদিকে ম্যাচ জেতার পর টিম ইন্ডিয়ার জন্য শুভেচ্ছা পোস্টও অবশ্য করেছেন বিরাট কোহলি ৷
Great lunch today at @nueva_world, food was outstanding and the company couldn't have been better. Great place for food lovers like us. #Favourite #Nueva
advertisementPS- Don't miss the chimichuri mushrooms! pic.twitter.com/BhYQP2at23