TRENDING:

Virat Kohli and Anushka Sharma’s Vegan Meat Investment: উদ্ভিজ্জ মাংস বা ভেগান মিট তৈরি এবং বিক্রিতে সামিল পশুপ্রেমী বিরুষ্কা

Last Updated:

Virat Kohli and Anushka Sharma’s Vegan Meat Investment: উদ্ভিদের উপর নির্ভর করে প্রস্তুত মাংস বা প্ল্যান্ট বেসড মিট-এর ব্র্যান্ড হল ব্লু ট্রাইব (Plant Based Meat)৷ এই ব্র্যান্ড এন্ডোর্স করবেন বিরাট ও অনুষ্কা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সস্ত্রীক বিরাট কোহলি এ বার বিনিয়োগ করলেন ‘ব্লু ট্রাইব’-এ৷ উদ্ভিদের উপর নির্ভর করে প্রস্তুত মাংস বা প্ল্যান্ট বেসড মিট-এর ব্র্যান্ড হল ব্লু ট্রাইব (Plant Based Meat)৷ এই ব্র্যান্ড এন্ডোর্স করবেন বিরাট ও অনুষ্কা৷ দিল্লি, মুম্বই-সহ ভারতের একাধিক শহরে বিক্রি করা হবে এই উদ্ভিজ্জ মাংস৷ (Virat Kohli and Anushka Sharma’s Vegan Meat Investment)
advertisement

সামাজিক মাধ্যমে তাঁদের নতুন পদক্ষেপের কথা ঘোষণাও করেছেন বিরুষ্কা৷ সেখানে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে পাওয়ার কাপল বলছেন ব্লু ট্রাইব-এর সঙ্গে তাঁদের সম্পর্কের কথা৷ যৌথ বিবৃতিতে বিরাট ও অনুষ্কা জানিয়েছেন এই বিকল্প সুস্বাদু এবং পরিবেশবান্ধব৷ তাঁদের মতে, ধরিত্রীমায়ের উপর কোনও প্রভাব না ফেলে মাংস খাওয়ার জন্য এটাই সেরা উপায়৷

সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে অনুষ্কাকে বলতে শোনা যায় যে তাঁরা দু’জনেই পশুপ্রেমী৷ তাই মাংসবিহীন জীবনযাপন গড়ে তুলবেন বলে ঠিক করেছেন৷ ‘‘ব্লু ট্রাইবের সঙ্গে সম্পর্ক হল সেই পদক্ষেপ যা মানুষকে বোঝাবে যাতে আরও সতর্ক ও সচেতন হয়ে উদ্ভিদ নির্ভর খাবারের উপর নির্ভর করা যায় যাতে ধরিত্রী মায়ের উপর প্রভাব কম পড়ে৷’’ বলছেন অনুষ্কা৷ বিরাটের কথায়, তিনি খাদ্যরসিক এবং পছন্দের খাবার খেয়ে যেত চান, কিন্তু ধরিত্রীর বুকে কার্বন ফুটপ্রিন্ট কম রেখেই৷

advertisement

আরও পড়ুন : বাচ্চা খেতে চায় না? খিদে বাড়াতে সন্তানের ডায়েটে রাখুন আয়ুর্বেদিক এই খাবারগুলি

ব্লু ট্রাইব সংস্থার প্রতিষ্ঠাতা সন্দীপ সিং এবং নিক্কি অরোরা সিং৷ এক বিবৃতিতে সন্দীপ জানিয়েছেন তাঁদের লক্ষ্য আমিষাশীদের কাছে পৌঁছনো, যাঁরা স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব খাবার খেতে চান কিন্তু প্রিয় খাবারের স্বাদের সঙ্গে আপস না করেই৷

advertisement

আরও পড়ুন : বহু উপকারিতা সত্ত্বেও অন্তঃসত্ত্বা অবস্থায় কি কালো আঙুর খাওয়া নিরাপদ?

আরও পড়ুন : কম আলোচিত হলেও ভিটামিন ‘কে’ অবহেলার নয়, ডায়েটে রাখুন এই ভিটামিন সমৃদ্ধ এই খাবারগুলি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উদ্ভিজ্জ মাংস বা প্ল্যান্ট বেসড মিট-কে মক মিট বা নকল মাংসও বলা হয়৷ উদ্ভিদ থেকে তৈরি এই খাবারকে মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়৷ বার্গার, বেকন, স্টেক, নাগেট, সসেজ, ফিলে-সহ একাধিক ভাবে এই উদ্ভিজ্জ মাংস খাওয়া যায়৷ বিশ্ব জুড়ে এই ধরনের খাবারের বিক্রি অনেকটাই ইদানীং বেড়েছে বলে শোনা যাচ্ছে৷ উদ্ভিজ্জ মাংস বা প্ল্যান্ট বেসড মিট-এ ক্যালরি এবং ফ্যাট অনেক কম৷ কিন্তু প্রোটিন ও ফাইবার অনেক বেশি৷

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli and Anushka Sharma’s Vegan Meat Investment: উদ্ভিজ্জ মাংস বা ভেগান মিট তৈরি এবং বিক্রিতে সামিল পশুপ্রেমী বিরুষ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল