TRENDING:

Virat Kohli: বৃন্দাবন থেকে বিরাট-অনুষ্কা অযোধ্যায়! বিরুষ্কার ছেলে-মেয়েকে দেখা গেল এই প্রথমবার!

Last Updated:

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মকে নিয়ে এখন আলোচনা সারা দেশে। তাঁরা এখন অযোধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মকে নিয়ে এখন আলোচনা সারা দেশে। শুধুমাত্র তাদের পেশাগত জীবনে নয়, জীবন সঙ্গী এবং বাবা-মা হিসেবে তাঁরা অনেকের কাছে উদাহরণের সমান।
News18
News18
advertisement

সম্প্রতি বিরাট কোহলি যেদিন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন, সেদিন তিনি ও তাঁর স্ত্রী বৃন্দাবনের একটি আশ্রমে আধ্যাত্মিক শান্তি এবং আশীর্বাদের খোঁজে গিয়েছিলেন। এর পর ভাইরাল ভিডিও সামনে এসেছে, সেখানে তাদের পারিবারিক সময়ের একটি ঝলক দেখা যাচ্ছে।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে বিরাট কোহলির পুরো পরিবারকে দেখা যাচ্ছে। ভিডিওতে অনুষ্কাকে ছেলে আকায়কে কোলে নিয়ে দেখা যাচ্ছে। সাদা টি-শার্ট এবং সবুজ প্যান্টে খুবই মিষ্টি লাগছে তাকে। কোহলির মেয়ে ভামিকা মায়ের পাশে দাঁড়িয়ে তার ছোট ভাইকে দেখছে। সাদা ফ্রকে ছোট মেয়েটিকেও দেখাচ্ছিল খুবই মিষ্টি।

advertisement

বিরাট কোহলিও এই ভিডিওতে আছেন এবং তিনি বাদামী রঙের টি-শার্ট পরেছেন। বলা হচ্ছে যে অনুষ্কা তার মায়ের কাছে পৌঁছেছেন এবং যেমন সাধারণত হয়, শিশুকে দিদা তৎক্ষণাৎ কোলে নিয়ে নেন।

আরও পড়ুন- KKR-RCB ম্যাচে নাইট জার্সি গায়ে বিদেশি ক্রিকেটাররা কি খেলবেন,নাইটদের নিয়ে ধামাকা আপডেট

সেলিব্রিটি হওয়ার সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাও অনেক। ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না এবং সর্বত্র ক্যামেরা তাড়া করে। বিরাট এবং অনুষ্কা তাদের সন্তানদের মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করেন। তবে অনেক সময় মেয়ে এবং ছেলের ঝলক দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত বছর কোহলির জন্মদিনে অনুষ্কা একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি ভামিকা এবং আকায় দুজনকেই কোলে নিয়ে ছিলেন। এই জুটি তাদের সন্তানদের মুখ না দেখানোর জন্য ইমোজির ব্যবহার করেছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: বৃন্দাবন থেকে বিরাট-অনুষ্কা অযোধ্যায়! বিরুষ্কার ছেলে-মেয়েকে দেখা গেল এই প্রথমবার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল