এমনকী ক্রিকেট জগতেরও একের পর এক তারকা এসেছেন জামনগরে। এম এস ধোনি, সচিন তেন্ডুলকর, ডোয়েন ব্রাভোর মতো একের পর এক তারকাকে দেখা গিয়েছে তাঁদের স্ত্রীর সঙ্গে। এমনকী ধোনির সঙ্গে শাহরুখ খানের ছেলে আরিয়ানের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে।
আরও পড়ুন- কাঁদলেন সৌরভ! স্বামীহারা ‘একা’ মহিলার জন্য দাদার চোখে জল! মন খারাপের মুহূর্ত
advertisement
তবে ভারতীয় ক্রিকেটের একজন মহাতারকা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে অনুপস্থিত। তিনি যে জামনগরে আসতে পারবেন না, তা মোটামুটি সকলেরই জানা ছিল। তবে তাও একটা ক্ষীণ আশা জেগেছিল মাঝে। ২০ ফেব্রুয়ারি সেই আশাতেও জল পড়ে।
তিনি বিরাট কোহলি। আপাতত স্ত্রী, মেয়ে, সদ্যোজাত ছেলের সঙ্গে তিনি লন্ডনে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলেননি কোহলি। স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নেন। জানা যায়স দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পর অনুষ্কার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তাই লন্ডনে চিকিৎসার জন্য যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
এখনও দেশে ফেরেননি বিরাট ও অনুষ্কা। কবে নাগাদ ফিরবেন, সেটাও জানা যাচ্ছে না। এরই মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে, বিরাট কোহলি হয়তো ২০২৪ সালের আইপিএলেও খেলবেন না। তবে সবটাই বলা হচ্ছে আন্দাজের উপর ভিত্তি করে। এখনও কোনও পাকা খবর নেই।
আরও পড়ুন- মহিলা কুস্তিগিরের কাঁধে ‘ঘুরছেন’ ভারতীয় ক্রিকেটার! নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও
বিরাট ও অনুষ্কাকে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে দেখতে না পেয়ে মন খারাপ ভক্তদের। আসলে কোহলির পারিবারিক সমস্যা না হলে হয়তো তাঁকেও দেখা যেত এই বিয়ের অনুষ্ঠানে।