পারথ শহরের যে হোটেলে আছে ভারতীয় দল সেই হোটেলের বিরাটের ঘরের গোপন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন এক ব্যক্তি। বিরাট যার তীব্র নিন্দা করেছেন। তিনি লিখেছেন,আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয় এবং তাদের সাথে দেখা করার জন্য উত্তেজিত হয় এবং আমি সবসময় এটির প্রশংসা করেছি।
advertisement
কিন্তু এখানে এই ভিডিওটি ভয়ঙ্কর এবং এটি আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুব বিভ্রান্তিকর বোধ করেছে। স্ত্রী অনুষ্কা শর্মা এই মুহূর্তে কলকাতায় সিনেমার শুটিং করতে ব্যস্ত। তিনিও এমন ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এবং মানুষের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।
বিরাটের ঘরের ভিডিও অথবা কোনও ক্রিকেটারের ঘরের ভিডিও এভাবে লিক হতে পারে ভাবতে পারছেন না ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান তারকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভাবনার বাইরের ঘটনা। দুঃখজনক। এতে আমাদের দেশের বদনাম হল। এই ব্যবহার মেনে নেওয়া যায় না। জঘন্যতম অপরাধ বললেও কম বলা হয়।