শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে আবার ভারতীয় দলে ফিরবেন কোহলি। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না কোহলি। টিম ইন্ডিয়ার বাইরে থাকার পর কিং কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন- ২ বছরের অপেক্ষার পর ছেলের সঙ্গে দেখা, ভাইরাল শিখর ধাওয়ানের ভিডিও
advertisement
আসলে কোহলির শেয়ার করা ছবিতে '১০ জন বিরাট কোহলি'-কে একসঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে কোহলি ক্যাপশনে লিখেছেন, 'এটিতে অদ্ভুত কী আছে খুঁজুন।' কোহলির শেয়ার করা ছবিতে তাঁর মতো দেখতে এবং একই পোশাক পরা ১০ জন লুকলাইক রয়েছে। কোহলি এই ছবি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তরা দশ জন কোহলিকে দেখে অবাক হয়েছেন এবং ছবিটি নিয়ে তাদের বিস্ময়ও প্রকাশ করছেন।
কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন। এর পর মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের ১০০তম ম্যাচ খেলবেন কোহলি। তাঁর ভক্তরা আশা করছেন, কিং কোহলি তাঁর শততম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে নতুন ইতিহাস তৈরি করবেন। গত ২ বছর ধরে সেঞ্চুরি করতে পারেননি বিরাট। এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের অপেক্ষা কোহলি ভক্তদের।
বিরাট কোহলি তাঁর শেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে। এর পর থেকে সেঞ্চুরি করতে পারেননি তিনি। ভারতের ভক্তরা অবশ্যই এই নিয়ে হতাশ। কিন্তু সবাই আশাবাদী, কোহলি শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭১তম সেঞ্চুরি পূর্ণ করবেন।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার বিস্ফোরক ঋদ্ধিমান সাহার! তুলে দিলেন হাজার প্রশ্ন
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেসের উপর নির্ভর করছে), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং সৌরভ কুমার।
