Wriddhiman Saha: হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করলেন বিস্ফোরক ঋদ্ধিমান সাহা! তুলে দিলেন হাজার প্রশ্ন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Wriddhiman Saha: এক সাংবাদিকের ঋদ্ধিমান সাহাকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট ট্যুইটারে শেয়ার করেছেন তিনি।
#কলকাতা: আভাস যা ছিল, সেটাই ঘটেছে বাস্তবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এই ঘটনার জন্য ঋদ্ধি আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়েই ছিলেন। যে কারণে তিনি রঞ্জি না খেলার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। তবে সরকারি ভাবে দল ঘোষণার আগে কোনও বিস্ফোরণ এত দিন ঘটাননি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁর নাম না থাকার পরেই বিস্ফোরণ ঘটালেন তিনি। পরিষ্কার বলে দিলেন, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁকে আগেই অবসর নিতে ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে অশ্বাস দিয়ে বলেছিলেন, তিনি যতদিন আছেন, ততদিন বাংলার কিপারকে কোনও কিছু চিন্তা করতে হবে না। তার পরেও অবশ্য বাদ পড়েছেন ঋদ্ধিমান। এরপরই এক সাংবাদিকের ঋদ্ধিমানকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট ট্যুইটারে শেয়ার করেছেন তিনি।
After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX
— Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022
advertisement
সেই স্ক্রিনশট অনুযায়ী, সাংবাদিকটি ঋদ্ধিমানকে লিখছেন, ''আপনি আমাকে একটি ইন্টারভিউ দিন। সেটা ভালো হবে। কিন্তু আপনি যদি গণতান্ত্রিকতার তত্ত্বে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাকে জোর করব না। ওরা একজন উইকেটকিপারকে বেছে নিয়েছে, আপনি চেষ্টা করুন ১১ জন সাংবাদিককে বেছে নিচ্ছেন, আমার মতে যারা সেরা নন। তাঁকেই বেছে নিন, যিনি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন।''
advertisement
এরপর ওই সাংবাদিক ফোনও করেন ঋদ্ধিমানকে। কিন্তু তা ধরেননি তিনি। এরপরই রীতিমতো ক্ষোভে ফুসে ওই সাংবাদিক ঋদ্ধিমানকে লেখেন, ''আপনি কল করবেন না। আমি আর আপনার ইন্টারভিউ করব না। আমি অপমান সহ্য করতে পারি না। আর আমি এটা মনে রাখব। আপনার এটা করা উচিৎ হল না।''
advertisement
এই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ঋদ্ধিমান লিখেছেন, ''ভারতীয় ক্রিকেটে আমার সব অবদানের পরেও..একজন তথাকথিত "সম্মানিত" সাংবাদিকের কাছ থেকে আমি যা পেলাম! এখানেই সাংবাদিকতা চলে গেছে!'' শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ১৮ জনের যে টেস্ট টিম ঘোষণা হয়েছে, তাতে নাম নেই ঋদ্ধির। ঋদ্ধির বদলে দলে ঢুকেছেন কেএস ভরত।
advertisement
ভরতকে পছন্দ করেন দ্রাবিড়। ঋষভ পন্তের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হল ভরতকে। এর পরেই ঋদ্ধি বলেন, ‘এখন বলতে আর অসুবিধে নেই, রাহুল ভাই আমাকে বলেছিলেন, ভবিষ্যতে আমাকে আর ভারতীয় টিমের জন্য ভাবা হবে না। দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়ে আমাকে আকার-ইঙ্গিতে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। যত দিন শরীর দেবে, খেলব।’ এর সঙ্গেই বাংলার উইকেটকিপার-ব্যাটার আরও বলেন, ‘নির্বাচক চেতন শর্মাও বলেছিলেন, আর তোমাকে ভারতীয় দলে নেওয়া হচ্ছে না। অনেকেই এমন আছে, যাদের বয়স হয়েছে, তবু খেলছে। নির্বাচকরা হয়তো ভেবেছেন, আমাকে বাদ দিয়ে নতুন কাউকে দেখে নেওয়া উচিত। নতুন প্রতিভা দেখে নিতে চাইছে হয়তো।’ কিন্তু এরপরই সৌরভের থেকে বড় আশ্বাস পেয়েছিলেন তিনি। এমনটাই দাবি করেছেন ঋদ্ধিমান। কিন্তু সেই কথা আর দিনের আলো দেখেনি বলেই দাবি ঋদ্ধিমানের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 8:53 AM IST

