TRENDING:

IPL 2022: আইপিএল শুরুর আগেই নেটে শুরু ধোনি ধামাকা, ছক্কার ফুলঝুরির ভাইরাল ভিডিও

Last Updated:

ক্যাম্পে ২৫ থেকে ৩০ জন ক্রিকেটার সামিল রয়েছেন৷ এছাড়া সাপোর্ট স্টাফ, মেডিক্যাল স্টাফ সিএসকে ম্যানেজমেন্ট সদস্যরাও রয়েছেন৷ ক্রিকেটাররা কঠিন বায়োবাবলে থাকবেন৷ আইপিএল ২০২২ -এ কোনও ক্রিকেটার কোনও বাইরের ব্যক্তির সান্নিধ্যে না আসেন তার কড়া ব্যবস্থা করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুরাত: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএল ২০২২  (IPL 2022) প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ ধোনি এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)  সঙ্গে অনুশীলনের জন্য সুরাতে রয়েছেন৷ সেখানেই এবার সিএসকে-র  (CSK) প্রস্তুতি ক্যাম্প হচ্ছে ধোনির প্রস্তাব অনুসারেই৷ এই অনুশীলনে জমিয়ে ঘাম ঝরাচ্ছেন মাহি৷ সিএসকে নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লম্বা লম্বা ছক্কা হাঁকাচ্ছেন এইরকম ভিডিও পোস্ট করেছে৷ আইপিএলের প্রথম ম্যাচ এবার খেলবে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে৷ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নাইট রাইডার্স (CSK v KKR) ৷ ২৬ মার্চ ওয়াংখেড়েতে খেলা হবে এই ম্যাচ৷ দেখে নিন অনুশীলন ক্যাম্পে কেমন দুদ্ধর্ষভাবে ছক্কা মারছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
Viral: watch video ms dhoni one hand six in pre training camp- Photo Courtesy- CSK/Instagram
Viral: watch video ms dhoni one hand six in pre training camp- Photo Courtesy- CSK/Instagram
advertisement

এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন সিএসকে র (CSK) ক্রিকেটাররা লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে নিজেদের প্রস্তুতি সারছে৷ খবর অনুযায়ি মহেন্দ্র সিং ধোনির ভাবনা থেকেই এভাবে সুরাতে আইপিএলের প্রি ক্যাম্প শুরু করেছেন৷ কারণ এখানের মাটি অনেকটাই মুম্বইয়ের মাটির ধরণের ফলে একেবারে ম্যাচ কন্ডিশনে অনুশীলন করতে পারবে টিম৷

আরও পড়ুন - IPL 2022: মহেন্দ্র সিং ধোনি বদলালেন নিজের লুক! আইপিএলে এই আন্দাজে দেখা যাবে মাহিকে

advertisement

দেখে নিন অনুশীলন ক্যাম্পে কেমন দুদ্ধর্ষভাবে ছক্কা মারছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

ফ্যান নিজেদের স্টার ক্রিকেটারের নেটে অনুশীলন এবং প্র্যাকটিশ ম্যাট খেলা সহজেই এসে দেখতে পারবেন৷ অর্থাৎ ফ্যানদের প্রবেশে মানা নেই৷ ট্রেনিং সেশনে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে ভালভাবে মিশতে পারছেন৷তরুণ ক্রিকেটাররা অভিজ্ঞ ধোনি (MS Dhoni) , ডয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা -র সঙ্গে সময় কাটাতে পারছে৷ যাতে তাঁরা অনেক কিছু শিখতে পারছে৷

advertisement

আরও পড়ুন - IPL 2022: চ্যাম্পিয়ন হওয়ার পর হুড়মুড়িয়ে নেমেছে পারফরম্যান্স, এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে SRH

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ক্যাম্পে ২৫ থেকে ৩০ জন ক্রিকেটার সামিল রয়েছেন৷ এছাড়া সাপোর্ট স্টাফ, মেডিক্যাল স্টাফ সিএসকে ম্যানেজমেন্ট সদস্যরাও রয়েছেন৷ ক্রিকেটাররা কঠিন বায়োবাবলে থাকবেন৷ আইপিএল ২০২২ -এ কোনও ক্রিকেটার কোনও বাইরের ব্যক্তির সান্নিধ্যে না আসেন তার কড়া ব্যবস্থা করা হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএল শুরুর আগেই নেটে শুরু ধোনি ধামাকা, ছক্কার ফুলঝুরির ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল