এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন সিএসকে র (CSK) ক্রিকেটাররা লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে নিজেদের প্রস্তুতি সারছে৷ খবর অনুযায়ি মহেন্দ্র সিং ধোনির ভাবনা থেকেই এভাবে সুরাতে আইপিএলের প্রি ক্যাম্প শুরু করেছেন৷ কারণ এখানের মাটি অনেকটাই মুম্বইয়ের মাটির ধরণের ফলে একেবারে ম্যাচ কন্ডিশনে অনুশীলন করতে পারবে টিম৷
আরও পড়ুন - IPL 2022: মহেন্দ্র সিং ধোনি বদলালেন নিজের লুক! আইপিএলে এই আন্দাজে দেখা যাবে মাহিকে
advertisement
দেখে নিন অনুশীলন ক্যাম্পে কেমন দুদ্ধর্ষভাবে ছক্কা মারছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
ফ্যান নিজেদের স্টার ক্রিকেটারের নেটে অনুশীলন এবং প্র্যাকটিশ ম্যাট খেলা সহজেই এসে দেখতে পারবেন৷ অর্থাৎ ফ্যানদের প্রবেশে মানা নেই৷ ট্রেনিং সেশনে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে ভালভাবে মিশতে পারছেন৷তরুণ ক্রিকেটাররা অভিজ্ঞ ধোনি (MS Dhoni) , ডয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা -র সঙ্গে সময় কাটাতে পারছে৷ যাতে তাঁরা অনেক কিছু শিখতে পারছে৷
আরও পড়ুন - IPL 2022: চ্যাম্পিয়ন হওয়ার পর হুড়মুড়িয়ে নেমেছে পারফরম্যান্স, এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে SRH
ক্যাম্পে ২৫ থেকে ৩০ জন ক্রিকেটার সামিল রয়েছেন৷ এছাড়া সাপোর্ট স্টাফ, মেডিক্যাল স্টাফ সিএসকে ম্যানেজমেন্ট সদস্যরাও রয়েছেন৷ ক্রিকেটাররা কঠিন বায়োবাবলে থাকবেন৷ আইপিএল ২০২২ -এ কোনও ক্রিকেটার কোনও বাইরের ব্যক্তির সান্নিধ্যে না আসেন তার কড়া ব্যবস্থা করা হয়েছে৷
