দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের তৃতীয় ওভারে ঘটে এই ঘটনা। ওভারের শেষ বলে শট খেলেন কুইন্টন ডিকক। অফ সাইডে খেলা বল বাউন্ডারির দিকে যাচ্ছিল। সেই সময় সেভ করার জন্য বলের পেছনে ধাওয়া করেন রভম্যান পাওয়েল। বলটি যখন বাউন্ডারির একেবারে কাছে ছিল তখন নীচু হয়ে চার আটকানোর চেষ্টা করতে যান পাওয়েল। কিন্তু হঠাৎই পাওয়েল দেখেন বাউন্ডারি রোপের বাইরে দাঁড়িয়ে এক ৫ বছরের শিশু।
advertisement
সেই শিশুকে বাঁচানোর জন্য পাস কাটিয়ে কোনও মতে বেরিয়ে যান রভম্যান পাওয়েল। চার সেভ করা তো দূরের কথা নিজের দেহের ভারসাম্য হারিয়ে ফেলেন পাওয়েল। শিশুর সঙ্গে ধাক্কা না লাগলেও বিজ্ঞাপন বোর্ডে সজোরে ধাক্কা মারেন ক্যারিবিয়ান অধিনায়ক। বিজ্ঞাপনের বোর্ড ধাক্কা গিয়ে ওপারে লোহাক ব্যারিকেডে গিয়ে পড়েন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল চোট গুরুতর। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলা। যদিও কিছুক্ষণ পরে পাওয়েলতে ফিট হয়ে মাঠে নামেন।
আরও পড়ুন: MS Dhoni: ব্যাটিং-উইকেট কিপিং নয়, আইপিএলের আগে নতুন কাজ পেয়েছেন ধোনি! ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ১১৮ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে শতরান করেন কুইন্টন ডিকক। এছাড়া ৬৮ রান করেন রেজা হেন্ডরিকস।