চা -র সময় নিকোলাস খুব লড়াই করে ৯৯ বলে ১৯ রান করেছিলেন৷ তিনি খুব জোরে বাঁহাতি স্পিনার জ্যাক লিচের বল মারেন৷ বলটা ডিফ্লেক্ট হয় নন স্ট্রাইকার ডেরি মিচেলের ব্যাটে লেগে ছিটকে যায়৷ এই বলটি অ্যালেক্স লিস মিড অফে দাঁড়িয়ে ক্যাচ নেন৷ আনলাকি এই আউট নিয়ে একেবারে হাহাকার৷
আরও পড়ুন - Healthy Lifestyle: মিলনে অনীহা, দামী ওষুধ না খেয়ে ঘরোয়া খাবারেই হতে পারে কামাল
advertisement
সচিন তেন্ডুলকরও এই ভিডিও দেখে অভিভূত হয়ে যান, তাঁর একেবারে গলি ক্রিকেটের কথা মনে পড়ে যায়৷ তাঁর মনে হয়েছে এটাই নন স্ট্রাইকারের আউট হওয়া উচিত ছিল৷
দেখে নিন ভাইরাল ভিডিও
ইংল্যান্ড এই মুহূর্তে ২-০ সিরিজে এগিয়ে গিয়েছিল৷ দারুণ ব্যাটিং পিচে তারা টস হারে৷ কিন্তু বেন স্টোকসের অধিনায়কত্ব এবং টেস্ট কোচ ব্র্যান্ডন ম্যাককালামের জুটিতে ইংল্যান্ড জেতার মানসিকতায় দারুণ চাঙ্গা হয়ে রয়েছে৷
তাঁরা অ্যান্ডারসন ছাড়া খেলছে৷ টেস্ট উইকেটের সর্বোচ্চ উইকেট শিকারী৷ তাঁকে ছাড়া এই সিরিজে খেলছে৷ কিন্তু অ্যান্ডারসনের লম্বা সময়ের জন্য নতুুন বলের পার্টনার স্টুয়ার্ট ব্রডের তাঁর না থাকাটা অতটা অনুভূত হতে দিচ্ছেন না৷ টম ল্যাথামকে ছ বলে শূন্য রানে ব্যাটের কানায় লেগে জো রুটের কাছে প্রথম স্লিপে ক্যাচ দেন৷
ব্রড তাছাড়া তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন যিনি ৩১ -এ পাঁচটা চার মেরেছিলেন৷