করাচি কিংস বনাম লাহোর কলন্দর ম্যাচে শিরোনাম ছিনিয়ে নিলেন তবে কোনও ভাল কারণের জন্য নয় একেবারেই নিন্দনীয় কারণে৷ এদিন করাচি ন্যাশানাল স্টেডিয়ামে সাই হোপকে আউট করার পর অশ্লীল অঙ্গভঙ্গি করে ওই সেলিব্রেশন করেন৷ এদিনের তাঁর বোলিং ফিগার ২ -০-১২-১৷
আরও পড়ুন - Mobile Phone Offer: মাত্র ৫৪৯৯ টাকায় ওয়ান প্লাসের 5G ফোন, জানুন কী ভাবে কোথায় কিনবেন
advertisement
খালি চোখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সেলিব্রেশন ঠিক কতটা অশ্লীল৷ রইল ভাইরাল ভিডিও৷
অশ্লীল সেলিব্রেশনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়ে গেছে৷ আফ্রিদি আগে বলেছিলেন মাঠের মধ্যে শ্লীলতার কথা মাথায় রাখা দরকার এবং এইরকম অশ্লীল অঙ্গঙঙ্গি করা কখনই উচিত নয়৷ মাঠে খেলে যে সম্মান অর্জন করেছেন তা এই ধরণের খেলো জিনিস না করে নিজের পারফরম্যান্সে ফোকাস রাখা৷
এদিকে সোশ্যাল মিডিয়ায় মহম্মদ আমিরের দিকে সমালোচনার তির ধেয়ে এসেছে৷
মাঠে প্লেয়ারদের মধ্যে আবেগ থাকবেই, থাকবে আগ্রাসী মনোভাবও৷ কিন্তু শালীনতার মাত্রা যেন কোনওরকমেই ছাড়িয়ে না যায় এমনটাই মন্তব্য করছেন প্রাক্তনরা৷ তাঁদের সাফ এও কথা এত সিনিয়র ক্রিকেটার হয়ে যদি মাঠে এই ধরণের কাণ্ড ঘটান তাহলে জুনিয়ররা কী শিখবে৷