ভিডিওতে দেখা গিয়েছে, সচিন সাদা একটি পায়রাকে হাতে ধরে রয়েছেন। সেটি আহত হয়ে বিচের উপর এসে পড়েছিল। আরেক ব্যক্তি জলের বোতলের ক্যাপে জল ভরে পাখিটিকে খাওয়ানোর চেষ্টা করছেন। বাঁ-পায়ে চোট লেগেছিল পাখিটির। সচিন তাকে সারিয়ে তুলতে খাবারও খাইয়েছেন দেখা যায় ভিডিওটিতে।
আরও পড়ুন: ফারহান-শিবানির বিয়ের পার্টিতেও শাহরুখ খানের দেখা নেই, হাজির গোটা পরিবার! কিন্তু কেন?
advertisement
২৪ ঘণ্টা আগে এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সচিন তেন্ডুলকর। মুহূর্তের মধ্যে তা নজর কেড়েছে নেটিজেনের। তেন্ডুলকর এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সামান্য একটু যত্ন ও ভালোবাসা আমাদের বিশ্বকে আরও উন্নত করে তুলতে পারে।' তারই সঙ্গে শান্তির দূত হিসেবে পায়রার ইমোজি শেয়ার করেছেন সচিন। হ্যাশট্যাগে লিখেছেন পাখি ও শান্তির কথা।
আরও পড়ুন: আইনি বিপাকে 'লক আপ', আজ থেকে কঙ্গনার শো শুরু না-ও হতে পারে!
১৯৮৯ সালে ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করারও রেকর্ড রয়েছে সচিনের। ক্রিকেট থেকে অবসর নিলেও মাঠের সঙ্গে যোগ রয়েছে তাঁর। আইপিএল দলের সঙ্গেও চুক্তি রয়েছে সচিনের। তা ছাড়া সোশ্যাল মিডিয়ায় নানা সময়ই ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন সচিন।