চেন্নাই প্রথমে ব্যাট করে আরসিবি ২১৭ রানের সুবিশাল রানের টার্গেট খাড়া করে৷ এই রানের পিছু করতে গিয়ে আরসিবি-র শুরু মোটেই ভাল হয়নি৷ দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস তাড়াতাড়ি আউট হয়ে যান৷ এরপর আরসিবি ইনিংস সামলানোর দায়িত্ব নিয়ে নেন বিরাট কোহলি (Virat Kohli) কাঁধে দায়িত্ব এসে যায়৷ চেন্নাইয়ের এই মরশুমে প্রথম জয় নিশ্চিত করতে কোহলিকে তাড়াতাড়ি আউট করে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন৷ আসলে চেন্নাই এমন করতে সফল না হলে ম্যাচের ফলাফল অন্য কিছুও হতে পারত৷ এমন নমুনা তাদের আরসিবি ইনিংসে পঞ্চম ওভারে দেখা যায়৷
advertisement
ধোনির চালে ফাঁসলেন বিরাট
আরও পড়ুন - Viral Video: হাতে হাতে তালি, ভাইরাল গানের সুরে দুলছে কোমর, কিন্তু বিরাটকে টেক্কা দিলেন কে?
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
আরসিবি ইনিংসে পঞ্চম ওভারে মুকেশ চৌধুরি বল ছুঁড়তে আসেন৷ এই ওভারের আগে ধোনি হঠাৎই ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শিভম দুবেকে ডিপ স্কোয়ার লেগে যেতে বলেন৷ মুকেশ ওভারের প্রথম বলটি কিছুটা শর্ট দেন৷ এতে কোহলি হাওয়ায় শট খেলেন আর সিধে ডিপ স্কোয়ার লেগের দিকে গিয়েছিলেন৷ যেখানে আগে শিভম দুবে দাঁড়িয়েছিলেন৷ তিনি খুব সহজেই কোহলি ক্যাচ ধরে নেয়৷ ধোনি এই এক বছরের চালে কোহলি প্যাভিলিয়নে ফেরার পথ মজুবত করে দেয়৷ ধোনি এই সিদ্ধান্তে কমেন্ট্রি দল এই নিয়ে কথা বলতে শুরু করেন৷ মহেন্দ্র সিং ধোনির এত বড় সিদ্ধান্ত ম্যাচের গতিই কার্যত বদলে দেয়৷ তিনি ১ রানই করতে পেরেছিলেন৷
চেন্নাই মরশুমের প্রথম জয় পেল
বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসিস উইকেট তাড়াতাড়ি হারানোর পর আরসিবি ২১৭রানের লক্ষ্য পাওয়ার দিকে এগোয়নি৷ কিন্তু জয় না পেলেও লক্ষ্য বীর বিক্রমে লড়াই চালায়৷ তবে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৩ রানই করতে পারে৷