সম্প্রতি যে কটি পোস্ট করেছেন তাতে কারও নাম না করলেও অনেকেই মনে করছেন শামিকে প্রকারন্তরে নিশানা করার জন্য এই সকল পোস্ট। ‘নাগিন’ সিনেমর ‘ম্যায় তেরি দুশমন’ গানের সঙ্গে ঠোঁট মেলানোর পাশাপাশি স্টেপ করতে দেখা যায়। এই রিলটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি নেটিজেনরা হাসিনকে কটাক্ষ করতেও ছাড়েননি। কেই বলেছেন,’আমাদের হিরো মহম্মদ শামি’,আবার কেউ বলেছেন,’শামি ভাইকে ছোঁবল দিলেও আপনার বিষ তাঁর জন্য় কাজ করেনি’, অপর এক জন বলেছেন,’পৃথিবীর সবথেকে অভাগা মহিলা’।
আরও পড়ুনঃ Rohit Sharma: এখন কেমন আছেন রোহিত শর্মা? ফের কবে হাসবেন? জানালেন ছোট্ট সামাইরা
প্রসঙ্গত, এবার বিশ্বকাপে স্বপ্নের ফর্মে বোলিং করেছেন মহম্মদ শামি। প্রথম চারটি ম্যাচে দলে সুযোগ না পেলেও পরের ৭ ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন তিনি। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন শামি।