Rohit Sharma: এখন কেমন আছেন রোহিত শর্মা? ফের কবে হাসবেন? জানালেন ছোট্ট সামাইরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Samaira gives Update On Rohit Sharma s Present Condition: বর্তমানে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হিটম্যান। তবে কেমন আছেন রোহিত সেই বিষয়ে জানার কৌতুহলীদের অভাব নেই। রোহিত সামনে না এলেও বাবার সম্পর্কে আপডেট দিলেন সামাইরা।
মুম্বই: বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জয়ের পর রোহিত শর্মা ব্যাটিং থেকে অধিনায়কত্ব সবকিছুরই প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সকলেই। কিন্তু একটা ম্যাচ, একটা খারাপ দিন বদলে দিল সবকিছু। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর সমালোচিত হয়েছেন রোহিত শর্মা।
বর্তমানে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হিটম্যান। তবে কেমন আছেন রোহিত, কতটা হতাশ ফাইনাল হেরে, কবে ফের মাঠে ফিরছেন তিনি, এই সবকিছু জানার কৌতুহলীদর অভাব নেই। রোহিত শর্মা সামনে না এলেও কেমন আছেন তিনি, তা জানালেন রোহিতের ছোট্ট মেয়ে সামাইরা।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে রীতিকা সাজদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসছে সামাইরা। সাংবাদিকরা অপেক্ষা করছিলেন রোহিতের বাইরে। রীতিকা দেখতেই প্রশ্ন রোহিত কেমন আছে? রীতিকা না দাঁড়ালেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সামাইরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সামাইরা বলেন,”বাবা ঘরে আছে। শক্তই আছে। এক মাস পর হাসবে।”
advertisement
advertisement
Rohit Sharma’a daughter says he’s in his room and will start laughing once again in a month’s time. So cute ♥️ #CWC2023 pic.twitter.com/vD1e2rD8M3
— Farid Khan (@_FaridKhan) November 23, 2023
advertisement
প্রসঙ্গত, এর আগে ভারতীয় দলের ডিউটি পালন করে ছুটিতে রোহিত শর্মা বাড়ি ফিরলে অন্য়রকম পরিবেশ থাকত। মেয়ের সঙ্গে সময় কাটাতে, মজা করতেও দেখা গিয়েছে রোহিতকে। কিন্তু এবারের বাড়ি ফেরা যে অন্যান্যবারের থেকে আলাদা তা হয়তো বুঝতে পেরেছেন সামাইরাও। বাবার পাশে দাঁড়িয়ে মেয়ের এমন সাবলীল উত্তর মন জিতে নিয়েছে সকলের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 5:36 PM IST