আর পাকিস্তান মহম্মদ শামি কী করছেন এই নিয়ে নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাজার গরম করতে নেমে পড়েছে৷ একাধিক নেটিজেনদের দাবি৷ ওটা নাকি মহম্মদ শামি ‘সাজদা’ করতে গিয়েও পুরোটা শেষ করেননি৷
রইল নানা হ্যান্ডেল থেকে শেয়ার করা ভাইরাল ভিডিও
এবারের বিশ্বকাপে মহম্মদ শামি শুরু থেকে প্লেয়িং ইলেভেনর সদস্য ছিলেন না৷ ফলে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর দলের কম্পোজিশন বদল হওয়ায় শামি দলে আসেন৷ ৩টি ম্যাচে ১৪ উইকেট পেয়ে এই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই পেসার।
আজ, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ৩৩ তম ম্যাচে ভারত ৩০২ রানে জিতেছে৷ আর সেখানে শামির পারফরম্যান্স নজর কাড়া৷
এদিকে ভারত সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পর, পাকিস্তান আদৌ সেমিতে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ভর্তি এই অবস্থায় তারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে মহম্মদ শামি এই নিয়ে মাঠে ঠিক কী করতে গিয়ে পুরোটা করলেন না৷
মাঠে বসেছিলেন কেন একজন ক্রিকেটার এখন তাঁর পারফরম্যান্স ছাড়িয়ে সেটাই বড় প্রশ্ন হয়েছে নাকি নেটিজেনদার৷