TRENDING:

Mohammed Shami Viral Video: ‘নেই কাজ তো খই ভাজ’ পাকিস্তানের, মহম্মদ শামি মাঠে কী করতে গিয়ে থমকে গেলেন! উত্তাল সোশ্যাল মিডিয়া

Last Updated:

Mohammed Shami Viral Video: এবারের বিশ্বকাপে মহম্মদ শামি শুরু থেকে প্লেয়িং ইলেভেনর সদস্য ছিলেন না৷ ৩টি ম্যাচে ১৪ উইকেট পেয়ে এই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই পেসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শ্রীলঙ্কা বুধবার দিন মাঠে এ কী করল৷   শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৩০২ রানে বিশাল জয় পেয়েছে৷ পাশাপাশি তারা এবারের বিশ্বকাপের প্রথম দেশে হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে৷  ভারতের সাফল্যের যাঁরা কারিগর তাঁদের মধ্যে অন্যতম মহম্মদ শামির পারফরম্যান্স৷ ৫ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন৷ এদিকে এক একটি উইকেট পাওয়ার পর এক একটা সেলিব্রেশন করছিলেন, সেরকমই একবার মাটিতে নিজের হাঁটু গেড়ে বসেই তাঁকে উঠে পড়তে দেখা যায়৷
বিশ্বকাপ জয়ী দল আইসিসির পুরস্কার হিসেবে পাবে ৪০ লাখ ডলার। প্রায় ৩৪ কোটি টাকা। ভারতীয় দল বিশ্বকাপ জিতলে পুরস্কার মূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি টাকার বেশি পাবে।
বিশ্বকাপ জয়ী দল আইসিসির পুরস্কার হিসেবে পাবে ৪০ লাখ ডলার। প্রায় ৩৪ কোটি টাকা। ভারতীয় দল বিশ্বকাপ জিতলে পুরস্কার মূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি টাকার বেশি পাবে।
advertisement

আর পাকিস্তান মহম্মদ শামি কী করছেন এই নিয়ে নিজেদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাজার গরম করতে নেমে পড়েছে৷ একাধিক নেটিজেনদের দাবি৷ ওটা নাকি মহম্মদ শামি ‘সাজদা’ করতে গিয়েও পুরোটা শেষ করেননি৷

রইল নানা হ্যান্ডেল থেকে শেয়ার করা ভাইরাল ভিডিও

advertisement

advertisement

এবারের বিশ্বকাপে মহম্মদ শামি শুরু থেকে প্লেয়িং ইলেভেনর সদস্য ছিলেন না৷ ফলে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পর দলের কম্পোজিশন বদল হওয়ায় শামি দলে আসেন৷  ৩টি ম্যাচে ১৪ উইকেট পেয়ে এই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই পেসার।

আরও পড়ুন –  Bollywood Gossip: ৬বার বিয়ে ভেঙেছে, ৭ নম্বর বিয়ে সুপারহিট, সতীন-সতীন সন্তানদের সঙ্গে নিয়ে আজ সুখে ঘর করেন এই অভিনেত্রী

আজ, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ৩৩ তম ম্যাচে ভারত ৩০২ রানে জিতেছে৷  আর সেখানে শামির পারফরম্যান্স নজর কাড়া৷

এদিকে ভারত সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পর, পাকিস্তান আদৌ সেমিতে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ভর্তি এই অবস্থায় তারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে মহম্মদ শামি এই নিয়ে মাঠে ঠিক কী করতে গিয়ে পুরোটা করলেন না৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাঠে বসেছিলেন কেন একজন ক্রিকেটার এখন তাঁর পারফরম্যান্স ছাড়িয়ে সেটাই বড় প্রশ্ন হয়েছে নাকি নেটিজেনদার৷

বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Shami Viral Video: ‘নেই কাজ তো খই ভাজ’ পাকিস্তানের, মহম্মদ শামি মাঠে কী করতে গিয়ে থমকে গেলেন! উত্তাল সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল